www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 1:06 pm

আর জো কর কাণ্ডের প্রতিবাদে বিনোদন জগতের একটা বড়ো অংশ রবিবার বিকেলে পথে নেমে ছিলেন। তারাই শেষ পর্যন্ত সারা রাত অবস্থান বিক্ষোভে সামিল হয়ে গেলেন। আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ‍্যায় থেকে অপর্ণা সেনের মতো একাধিক টলি তারকারা ছিলেন এই মিছিলে। রবিরার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হয় এই মিছিল। ধর্মতলায় পৌঁছে কথামতোই করা হয় সভা। সেই সভা থেকেই তারা ঘোষণা করেন, তার সারা রাত অবস্থান বিক্ষোভ করবেন। ভোর ৪ টে পর্যন্ত ধরণা অবস্থান চলবে। রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্না অবস্থানে বসেছেন মিছিলের উদ্যোক্তাদের একাংশ। স্বাভাবিক কারণেই প্রচুর মানুষের ভিড় হয় ওখানে।

সমস্ত রাত শ্লোগান দিয়ে চলেন তাঁরা। সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী রায়, পরিচালক বীরসা দাশগুপ্ত, দেবলীনা দত্ত, দামিনী বসুর মতো অনেককেই দেখা যায় ভোর চারটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে উপস্থিত আছেন। ভোরের দিকে একে একে তাঁরা বাড়ির পথ ধরেন। সেই সভা থেকেই জানিয়ে দেয়া হয়, ৫ তারিখের রায়ের জন্য তারা অপেক্ষা করছেন। তার আগে চার তারিখে প্রত্যেকের নিজের বাড়িতে আলো নিভিয়ে রাত ন’টা থেকে দশটা অবধি প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর জন্য সকলকে আহবান জানাচ্ছেন। সূত্রের খবর, ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দেয়। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১ টি দাবি জানানো হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *