www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 9:23 pm

প্রতি নিয়ত গ্রহগুলো নিজেদের স্থান পরিবর্তন করে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র মনে করে এই স্থান পরিবর্তন মানুষের ভাগ্যের উপর প্রভাব বিস্তার করে।

প্রতি নিয়ত গ্রহগুলো নিজেদের স্থান পরিবর্তন করে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র মনে করে এই স্থান পরিবর্তন মানুষের ভাগ্যের উপর প্রভাব বিস্তার করে। শনি ও বৃহস্পতিকে সবথেকে ধীরগতির গ্রহ বলেই মনে করা হয়। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। শনি কুম্ভ রাশিতে রয়েছে। দীপাবলিতে বৃহস্পতি ও শনি বিপরীতমুখী হবে। এই সময় ওই বিপরীতমুখী গ্রহ তিন রাশির জাতকের উপর খুবই সুপ্রভাব ফেলবে। এই সময়ে নয়া সম্পত্তির মালিক হবেন কিছু রাশির জাতিকারা।

কুম্ভ রাশি – কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই আপনার অমীমাংসিত কাজ হয়ে যাবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে। শেয়ার বাজারে আপনি যদি অর্থ বিনিয়োগ করেন। সেখান থেকেও লাভের মুখ দেখবেন। তাছাড়া আপনার স্বপ্ন পূরণ হতে পারে। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আর্থিক দিকে খুব লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন।

বৃষ রাশি – বৃহস্পতি ও শনি বিপরীতমুখী হওয়ায় বৃষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে।এই সময় আপনার প্রথম ও দশম ঘরে এই গ্রহরা অবস্থান করবে। তাছাড়া আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে।
এসময় কাজের জায়গায় উন্নতি হবে আপনার। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। মনের মতো চাকরি পেতে পারেন।

ধনু রাশি – বৃহস্পতি ও শনির শুভ প্রভাবে ধনু রাশির ব্যক্তিদের ওপর। জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে এই গ্রহ। তাই এই সময় ব্যবসায় আপনি সময় যা চাইবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। এই সময় অযথা কারোর সঙ্গে জড়াবেন না। মনের মানুষের সঙ্গে দেখা হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *