হিন্দু ধর্ম থেকে জাত বৌদ্ধ ধর্ম আজ বিশ্বের বহু দেশে ছড়িয়ে আছে। চিন ও জাপানে বৌদ্ধ ধর্মের প্রাধান্য দেখা যায়। বৌদ্ধ ধর্মকে বলা হয় শান্তি ও মৈত্রীর ধর্ম। সেই বৌদ্ধ ধর্মের প্রধান ৫টি বাণী হলো –
1.প্রাণহানি না করা:
কোনো জীবকে হত্যা করা বা আঘাত করা থেকে বিরত থাকা।
- চুরি না করা:
অন্যের জিনিসপত্র অন্যায়ভাবে নেওয়া বা চুরি করা থেকে বিরত থাকা। - যৌন অসদাচরণ না করা:
অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকা। - মিথ্যা কথা না বলা:
মিথ্যা কথা বলা বা অন্যের ক্ষতি করার জন্য কথা বলা থেকে বিরত থাকা। - মদ ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করা:
এমন কোনো দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকা যা মনকে ঘোলাটে করে এবং বিচার-বিবেচনা ক্ষমতাকে দুর্বল করে। ধর্মীয় শিক্ষাগুলি মানুষের জীবনকে উন্নত করতে এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাহায্য করে।