www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 4:39 am

বাংলা বা ভারত তো বটেই বিশ্বের বহু পর্যটকের একটা অন্যতম আকর্ষণ উত্তরবঙ্গের জলদাপাড়া। এখানকার এক শৃঙ্গ গন্ডার ও অন্যান্য পশুকুল মানুষের আকর্ষণের কেন্দ্র বিন্দু।

বাংলা বা ভারত তো বটেই বিশ্বের বহু পর্যটকের একটা অন্যতম আকর্ষণ উত্তরবঙ্গের জলদাপাড়া। এখানকার এক শৃঙ্গ গন্ডার ও অন্যান্য পশুকুল মানুষের আকর্ষণের কেন্দ্র বিন্দু। কিন্তু দুঃখের বিষয় হলো, যে জলদাপাড়া গ্রাম থেকে নাম হয়েছে ওই ‘জলদাপাড়া জাতীয় উদ্যান’, সেই জলদাপাড়া গ্রাম কিন্তু এখনও যথেষ্ট ব্রাত্য। তাই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওই জলদাপাড়া গ্রামকেই এবার ‘মডেল গ্রাম’ হিসাবে গড়ে তোলা হচ্ছে, যাতে পর্যটকেরা জাতীয় উদ্যানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্রামের আদিবাসী জীবনের পরিচয় পেতে পারেন।

ইতিমধ্যে ওই গ্রামে আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে গড়ে উঠেছে একটি সরকারি বাংলো। এবার পুজোর আগেই কলকাতার একটি জার্নালিসম কলেজের পক্ষ থেকে অধ্যাপক ও পড়ুয়াদের একটি দল ২৮-৩০ সেপ্টেম্বর একটি শিক্ষামূলক ভ্রমণে আসছেন। তারা ওই গ্রামে একটি কর্মশালার আয়োজন করবেন। বন ও পর্যটন দপ্তরের আধিকারিকরা ওখানে উপস্থিত থাকবেন।

জলদাপাড়া লজ ওনার্স এসোশিয়েশনের সভাপতি বলেন,’এই কর্মসূচি জলদাপাড়া গ্রামকে মানুষের সামনে নিয়ে আসবে।’ বন ও বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে পর্যটকেরা এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায় (রাজবংশী, মেচ, রাভা, গারো ইত্যাদি )সম্পর্কেও যথেষ্ট কৌতূহলি। এর মধ্য দিয়ে ওই আদিবাসীদের শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *