আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে পালিত হতে চলেছে দীপাবলি উৎসব। এই উৎসবের সঙ্গে হিন্দু মানুষদের বিভিন্ন বিশ্বাস যুক্ত আছে। আর এই আলোর উৎসবের শুরু হবার আগেই কিন্তু বাড়িতে আপনি এই জিনিসগুলি নিয়ে চলে আসুন। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও আপনাদের উপর থাকবে। জানুন কী কী আনা শুভ। এভাবেই জ্যোতিষের উপর ভর করে আপনি নিজেই নিজের ভাগ্য ফেরাতে পারেন।
১) কচ্ছপ – জ্যোতিষশাস্ত্রে কচ্ছপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আপনি যদি কর্মজীবনে সফলতা পেতে চান তাহলে দীপাবলির আগে কচ্ছপ বাড়িতে আনা অত্যন্ত শুভ। যদি পারেন সোনার কচ্ছপ কিনে আনতে পারেন।
২) অ্যাকোরিয়াম – বাড়িতে মাছ রাখার অ্যাকোরিয়াম রাখা অত্যন্ত শুভ। যদি আপনার জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকে তাহলে আপনি সেই সঙ্কট কাটাতে বাড়িতে কিন্তু মাছের অ্যাকোরিয়াম আনতেই পারেন। এতে বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী আপনার বাড়িতে সারা জীবন বিরাজ করবেন।
৩) লাফিং বুদ্ধ – বাস্তুশাস্ত্রে অনুসারে, লাফিং বুদ্ধ ঘরে রাখলে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকে। যদি আপনি চান বাড়িতে সুখ, সমৃদ্ধি আরও বাড়াতে লাফিং বুদ্ধ রাখতে পারেন।
৪) কুবেরের মূর্তি – সম্পদের দেবতা কুবের, তাঁর মূর্তি আপনি কিন্তু দীপাবলির আগে বাড়িতে নিয়ে আসুন। এতে কিন্তু মা লক্ষ্মী ও সম্পদে দেবতা কুবের খুব খুশি হন। দীপাবলির দিন এই মূর্তির পুজো করলে আপনার আর্থিক দিকে লাভ হবে।
৫) শ্রীযন্ত্র – শ্রীযন্ত্র মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় । তাই আপনি যদি শ্রীযন্ত্র দীপাবলির আগেই বাড়িতে কিনে আনেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন।