ভারতীয় জ্যোতিষ শাস্ত্রকে মানুষের জীবন শাস্ত্র বলা চলে। মানুষের প্রতি মুহূর্তের ভালো ও খারাপ হওয়া সম্পর্কে আমাদের গাইড লাইন দেয় জ্যোতিষ শাস্ত্র। প্রশ্ন উঠেছে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা-পয়সা কি নিজেদের কাজে ব্যবহার করা উচিত? এই বিষয়ে জ্যোতিষের পরামর্শ – একদম না। জ্যোতিষ বিশেষজ্ঞরা কিন্তু বলছেন রাস্তায় পড়ে থাকা টাকা পেলে তা কখনই বাড়িতে নিয়ে আসা বা নিজের জন্য, নিজের কোনও মানুষের জন্য খরচ করা উচিত নয়। সব সময় দান করে দেওয়া উচিত। যদি আশেপাশে কোনও মন্দির থাকে তাহলে সেই মন্দিরে দান করে দেওয় উপযুক্ত। মন্দিরের দান বাক্সে টাকা দান করে দিন।
এমন কি জ্যোতিষ এই কথাও জানাচ্ছে যে কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে কিছু কিনে দেবতার পুজোয় দেওয়া উচিত না। যদি মন্দির না থাকে তাহলে সেই টাকা কোনও গরীব ব্যক্তিকে দান করে দিন। অনেকে বলেন রাস্তায় সোনা বা টাকা-পয়সা কুড়িয়ে পাওয়া ভাল ইঙ্গিত। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ভাল ইঙ্গিত অবশ্যই, তবে যতক্ষণ না আপনি সেটা বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে না এনে সেই টাকা দান করুন। এতেই ভগবান খুশি হবেন ও আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে।