ভারতীয় ধর্মতত্ত্বের সঙ্গে পুজো তথা নিত্যপুজো অঙ্গঙ্গীভাবে যুক্ত। ভারতীয় ধর্মতত্ত্ব বলছে পুজোর সময় কখনোই কিছু জিনিস সরাসরি মাটিতে রাখতে নেই। রোজের কাজ করতে করতে জানা-অজানায় অনেক ভুল করে ফেলি আমরা। হয়তো এমন কিছু ছোট ভুল করি, যা আমরাও নিজেও জানি না। কিন্তু সেই সব ছোট ছোট ভুল আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে। পুজোতে বসার আগে আমাদের জেনে নেওয়া দরকার সেই বিশেষ বিষয়গুলো। জ্যোতিষশাস্ত্রে বলছে বাড়িতে নিত্য পুজো করার সময় তাই বিশেষ ভাবে সচেতন থাকা উচিত। প্রতিটা দিক খেয়াল রেখে পুজো করতে হবে। যেমন –
*অনেক সময় আমরা না জেনে মাটিতে মোমবাতি রেখে দিই বা প্রদীপ রেখে দিই, এই অভ্যাস কিন্তু মোটে ভাল নয়। পুজো করার সময় প্রদীপ কখনও মাটিতে রাখতে নেই। জ্যোতিষশাস্ত্র মতে ঘিয়ের প্রদীপ জালানো খুব শুভ। তবে ঘিয়ের প্রদীপ কিন্তু কখনোই মাটিতে রাখবেন না। কোন কিছুর ওপর প্রদীপ রাখবেন। যদি একান্তই মাটিতে রাখতে হয়, চালের দানা রেখে তার ওপর প্রদীপ রেখে পুজো করতে পারেন। না হলে একটি থালার উপর প্রদীপ রেখে পুজো করুন।
*পুজো করার সময় শালিগ্রাম শিলা মাটিতে রাখবেন না। শালিগ্রাম ভগবানের বিষ্ণু রূপ বলে মনে করা হয়। তাই এটি কখনোই মাটিতে রাখবেন না। কোনও আসনে রাখুন। তুলসী গাছের সঙ্গেও শালিগ্রাম রাখা শুভ বলে মনে করা হয়।
*শিবলিঙ্গও কিন্তু কখনো মাটিতে রেখে পুজো করবেন না বা স্নান করাবেন না। কোন কিছুর ওপর শিবলিঙ্গ রেখে পুজো করবেন। যদি পারেন কোন কাপড় বা কোন আসনের উপর রেখে শিবলিঙ্গ রেখে পুজো করুন।
*শঙ্খকে মাটিতে রাখবেন না। ঠাকুর ঘরেও যদি শঙ্খ রাখেন তাহলেও তা কখনই মাটিতে রাখবেন না। বিশ্বাস করা হয়, এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মাটিতে রেখে শঙ্খ পুজো করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। শঙ্খকে সবসময় লাল কাপড়ের মুড়ে কোন কিছুর ওপর রাখার চেষ্টা করুন।
*দেব–দেবীর মূর্তি কখনও মাটিতে রাখবেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মাটিতে দেব-দেবী মূর্তি রাখবেন না, তাহলে দেবতাদের অপমান করা হয় বলে মনে করা হয়। সর্বদা দেবতাদের উঁচু স্থানে রাখার চেষ্টা করুন।
*পুজো করার সময় ঈশ্বরকে বাতাস করার জন্য ব্যবহার করা হয় চামর। সেই চামর কিন্তু কখনও মাটিতে রাখা উচিত নয়। সবসময় কোনও থালার উপরে চামর, ঘন্টা রাখুন।