আজ, সোমবার, ১৩ জানুয়ারী বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমা হিন্দুদের কাছে খুবই মহাত্মপূর্ণ। এই দিন শিব, শ্রী হরি ও মা লক্ষ্মীর পুজো করা হয় মনে করা হয়। কথিত আছে, এদিন এই দেবতাদের পুজো করলে আর্থিক দিকে লাভ হওয়ার পাশাপাশি মনের সমস্ত ইচ্ছাও পূর্ণ হয়। তাই পৌষ পূর্ণিমার দিন প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হতে চলেছে। আর ১২ বছর পর এই মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে। পৌষ পূর্ণিমার দিন তুলসী মাতাকে এই জিনিসগুলো নিবেদন করা অত্যন্ত শুভ।
- ফুলের মালা –
পৌষ পূর্ণিমার দিন ১৩৮ টি গাঁদা ফুলের মালা তুলসী মাতাকে অর্পণ করুন। পূর্ণিমার দিনে এটি দিলে তুলসী মাতা খুব খুশি হবেন। এতে আপনার জীবনে সুখ বজায় থাকবে। - লাল কাপড় বেঁধে রাখুন –
এই বিশেষ দিনে তুলসীর গাছের কাছে একটি চারটি লাল কাপড় বেঁধে রেখে দিন। এক একটি কাপড় বাধার সময় আপনার মনের ইচ্ছার কথা তুলসী মাতাকে জানাবেন, এতে মা লক্ষ্মী খুব খুশি হন। - লাল কাপড় পরান –
এই বিশেষ দিনে তুলসী মাতাকে লাল রঙের কাপড় পরান। বিশ্বাস করা হয়, পৌষ পূর্ণিমা দিন এটি করলে জীবনের ধন-সম্পদ বাড়তে থাকে। দাম্পত্য জীবনেও লেগে থাকে থাকবে সুখ। - কাঁচা দুধ
এই পৌষ পূর্ণিমার দিন তুলসীমাতাকে কাঁচা দুধ নিবেদন করুন। এটা করার আগে তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। - জল –
এই বিশেষ দিন সকালে স্নান করার পর তুলসী দেবীকে জল নিবেদন করুন। এতে জীবনের সকল কাজই আপনি এগিয়ে যেতে পারবেন। এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে, এতে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। ভারতীয় জ্যোতিষের উপর বিশ্বাস রেখেয়ে এই কাজগুলো করে দেখুন। জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ আসবে।