জর্ডি আর কিছুদিনের মধ্যেই ১০০ সন্তানের বাবা হয়ে যাবে। তার খুব ইচ্ছা, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকবে তার সন্তানেরা। খবরটাতে নিশ্চই অবাক হচ্ছেন? তাই তো এটা একটা অফবিট নিউজ। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। চলতি বছরের শেষে ১০০ সন্তানের বাবা হতে চলেছেন এই যুবক। গর্ভধারণে সমস্যা থাকা মহিলাদের সাহায্য করেন তিনি। এর জন্য ‘বি প্রেগন্যান্ট’ নামের একটি ওয়েবসাইটও রয়েছে তাঁর। এভাবেই ৮৭ সন্তানের পিতা হয়েছেন। এই মুহূর্তে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ১৪ জন নারীর গর্ভে জর্ডির ঔরসজাত সন্তান বড় হচ্ছে। তাই বলাই যায় এই বছরেই শত সন্তানের বাবা হতে চলেছেন জর্ডি ।
সম্প্রতি জর্ডি বলেছেন, “আমার ভালো লাগে, যখন দেখি কোনও নারী ভেবেছিলেন যে তিনি মা হতে পারবেন না, অথচ আমার সাহায্য পেয়ে সন্তানের জন্ম দিতে পেরেছেন।” গোটা বিশ্বে স্পার্ম ডোনার হিসেবে জনপ্রিয় জর্ডি জানান, ভবিষ্যতে আয়ারল্যান্ড, জাপান, কোরিয়ার মতো দেশে স্পার্ম ডোনেট করতে চান তিনি, যেখানে আগে করেননি। তিনি চান বিশ্বের সব দেশে ছড়িয়ে থাকুক তার সন্তানেরা।