ভারতীয় জ্যোতিষ অনেক কথা বলে, যা আমরা কল্পনা করতে পারি না। ভারতীয় জ্যোতিষের কাছে জন্ম তারিখ খুবি গুরুত্বপূর্ণ। সাধারণভাবে প্রত্যেক ধর্মপ্রাণ হিন্দুদের একজন ইস্টদেবতা থাকে। কিন্তু আমরা জানিনা যে আমার ইস্টদেবতা কে? জ্যোতিষ আপনার জন্ম তারিখ অনুযায়ী বলে দেবে কে আপনার ইস্টদেবতা।
- হিন্দু ধর্ম মতে যে সব ব্যাক্তির জন্ম তারিখ কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে, তাঁদের ইষ্টদেবতা হলেন সংসারের পালন কর্তা ভগবান বিষ্ণু।
- আপনার জন্ম কি কোনও মাসের ৫, ৭, ১৪, ১৬, ২৩ বা ২৫ তারিখে? জানেন আপনার ইষ্টদেবতা কে? হিন্দু ধর্ম মতে আপনার ইষ্টদেবতা হল সিদ্ধিদাতা গণেশ।
- আচ্ছা আপনিও কি মহাদেবের ভক্ত? আপনার জন্ম তারিখ কি কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে? হিন্দু ধর্ম মতে কিন্তু এই সব তারিখে জন্মানো ব্যাক্তিদের ইষ্টদেবতা হলেন মহাদেব।
- বিদ্যার দেবী সরস্বতী। তাঁকে বন্দনা করে বিদ্যা লাভ হয় না। সামনেই আবার বসন্ত পঞ্চমী। ধর্ম মতে ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন দেবী সরস্বতী।
- কথায় বলে রামভক্ত হনুমান। তাঁর মতো প্রভু ভক্ত খুব কম আছেন। হনুমানকে শিবের অংশ বলেও মনে করা হয়। হিন্দু ধর্ম মতে ৯, ১৮ বা ২৭ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন হনুমানজী।
- সম্পত্তির দেবী লক্ষ্মী। যেখানে শান্তি বিরাজ করে সেখানেই থাকেন দেবী লক্ষ্মী। তাঁর আশির্বাদে ফুলে ফেঁপে ওঠে সকলের জীবন। ধর্ম মতে ৬, ১৫ ও ২৪ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন স্বয়ং দেবী লক্ষ্মী।
- এই বিশ্ব সংসারে অধর্মকে নাশ করে ধর্মের ধ্বজা ওড়াতে অবতার রূপে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ। ভগবান বিষ্ণুর আরেক রূপ তিনি। ধর্ম মতে কোনও মাসের ৮, ১৭ ও ২৬ তারিখে যাঁদের জন্ম, তাঁদের ইষ্টদেবতা হলেন কৃষ্ণ।
- তিনি হলে গোটা বঙ্গ জুড়ে আসে খুশির আমেজ। তিনি হলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। হিন্দু ধর্ম মতে কোনও মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন দেবী দুর্গা।