ভারতীয় জ্যোতিষের কাছে মৌনী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষ শাস্ত্র মনে করে অনেকের কিছু কালসর্প দোষ থাকে। এই মাঘী অমাবস্যায় যদি নির্দিষ্ট কিছু মন্ত্র পাঠ করা যায়, তাহলে দূর হতে পারে সেই কালসর্প যোগ। এক এক রাশির ক্ষেত্রে এক এক মন্ত্রের বিধান দিয়েছে ভারতীয় জ্যোতিষ।
- মেষ রাশি –
মেষ রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে পুজোর সময় ‘ওম মহাকাল নমঃ ও ওম গঙ্গায় নমঃ’ মন্ত্র জপ করুন। - বৃষ রাশি –
বৃষ রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে ‘ওম রুদ্রনাথ নমঃ ও ওম হরবল্লভয় নমঃ’ মন্ত্র জপ করুন। - মিথুন রাশি-
মিথুন রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে পুজোর সময় ‘ওম ভীমশঙ্কর নমঃ ও ওম অনলয় নমঃ’ মন্ত্র জপ করুন। - কর্কট রাশি –
কর্কট রাশির ব্যক্তিরা এই অমাবস্যায় ‘ওম চন্দ্রধারী নমঃ মন্ত্রটি জপ করুন। - সিংহ রাশি –
সিংহ রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে পুজোর সময় ‘ওম কৈলাশ পতি নমঃ ও ওম শ্রীমত্যয় নমঃ’ মন্ত্র জপ করা উচিত। - কন্যা রাশি –
কন্যা রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে পুজোর সময় ‘ওম গোরাপতি নমঃ ও ওম ত্রিবেণায় নমঃ’ মন্ত্র জপ করা উচিত। - তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের এই বিশেষ অমাবস্যার দিনে ‘ওম উমাপতি নমঃ ও ওম সাবিত্রায়য় নমঃ’ মন্ত্র জপ করা উচিত । - বৃশ্চিক রাশি –
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে পুজোর সময় ‘ওম বিশ্বনাথ নমঃ ও ওম নন্দিন্যায় নমঃ’ মন্ত্র জপ করা উচিত। - ধনু রাশি –
ধনু রাশির ব্যক্তিদের এদিনে ‘ওম ভোলেনাথ নমঃ ও ওম শরণায় নমঃ’ মন্ত্র জপ করা উচিত। - মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে পুজো করার সময় ‘ওম চন্দ্রমলী নমঃ ও ওম অনন্তায়য় নমঃ’ মন্ত্র জপ করা উচিত। - কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে ‘ওম অমরনাথ নমঃ ও ওম শিবদায়ায় নমঃ’ মন্ত্র জপ করা উচিত। - মীন রাশি –
মীন রাশির জাতক জাতিকাদের মৌনী অমাবস্যার দিনে পুজো সময় ‘ওম নন্দরাজ নমঃ ও ওম ভীষ্মত্রে নমঃ’ মন্ত্র জপ করা উচিত।