বিশ্বজুড়ে প্রেমানন্দ মহারাজের ভক্তের সংখ্যা প্রচুর। তাঁর ধর্মবোধ বহু মানুষের অনুপ্রেরনার কারণ। কেবল ভারত নয়, গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে প্রেমানন্দ মহারাজের। সর্বদা হলুদ পোশাকে বিরাজমান তিনি। তাঁর সহজ-সরল জীবন ধারা, নম্র ব্যবহার নজর কেড়েছে সকলের।
জীবনে কী করলে সহজে উন্নতি সম্ভব, সেই উপায় বাতলে দেন প্রেমানন্দ মহারাজ। সম্প্রতি তাঁরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে প্রেমানন্দ মহারাজ হাঁটু গেড়ে বসে এক মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।
প্রথমে সকলে অবাক। পরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। কে এই নারী, যার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন স্বয়ং প্রেমানন্দ মহারাজ? ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন প্রেমানন্দ মহারাজ। আসলে তিনি নিজের গুরুর কন্যার বিয়েতে গিয়েছিলেন। প্রথমে গুরুর পা ছুঁয়ে প্রণাম করেন, তাঁর আশির্বাদ প্রার্থনা করেন।
তারপরে নববিবাহিত দম্পতির পা ছুঁয়ে তাঁদের আগামী জীবনের জন্য শুভকামনা করেন। ভিডিয়োতে যে মহিলাকে প্রণাম করতে দেখা যায়, তিনি আসলে গুরু কন্যা। ভিডিয়োতেই দেখা যায়, প্রেমানন্দ মহারাজ (Premananda Maharaj) তাঁর গুরুর (Guru) সঙ্গে দেখা করার পরে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভারতীয় বৈদিক ধর্ম বিশ্বাস করে সোজা চোখে যাকে আমি প্রণাম করছি, আসলে সেই মানুষটি আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য সেই মানুষের অভ্যন্তরে বাস করা পরম ব্রহ্ম।