প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ। এদিনে মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয়েছিল। তাই মহা শিবরাত্রির দিন অত্যন্ত বিশেষ একটি দিন। চলতি বছর মহা শিবরাত্রি ২৬ ফেব্রুয়ারি পড়েছে। এই বিশেষ দিনের আগেই এই জিনিসগুলি আপনি যদি বাড়িতে নিয়ে আসেন, তাহলে অত্যন্ত শুভ হবে।
- জিনিস পাওয়া শুভ
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মহা শিবরাত্রির আগের দিন যদি কোনও ব্যক্তি কারোর থেকে কোনও জিনিস পান, তা সোনা হতে পারে কিংবা কোনও পোশাক হতে পারে, তা কিন্তু অত্যন্ত বিশেষ হতে চলেছে।
- বেলপাতা
ভগবান শিবের সবচেয়ে প্রিয় জিনিস হল বেলপাতা। তাছাড়া এই বেলপাতাও যদি কেউ পান, এটিও কিন্তু আপনার বাড়িতে অত্যন্ত শুভ। যদি আপনি না পান, তাহলে মহা শিবরাত্রি আগের দিন অবশ্যই বাড়িতে বেলপাতা কিনে নিয়ে আসুন। তাহলে শিবের বিশেষ কৃপা আপনি পাবেন।
- এটি আলমারিতে রেখে দিন
সেই বেল পাতা দিয়ে এই বিশেষ দিনে আপনি ভোলেবাবার পুজো করুন। তবে পাঁচটি বেলপাতা নেবেন। তারপর এই পুজোর শেষে এই বেলপাতা আপনি আপনার সিন্দুক বা আলমারিতে রেখে দিন। যাতে আপনার অর্থের অভাব কোনদিন হবে না।
- পঞ্চমুখী রুদ্রাক্ষ
পঞ্চমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে, পঞ্চমুখী রুদ্রাক্ষ ভগবান শিবকে নিবেদন করলে আপনার ঘরে সুখ, শান্তি বিরাজ করবে। তাই এই রুদ্রাক্ষ আপনি কিন্তু অবশ্যই শিবরাত্রির আগের দিন কিনে এনে বাড়িতে রেখে দিন। এতে আপনার জীবনে সাফল্য আসবে। এমনকি আর্থিক দিকেও যথেষ্ট লাভ হবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না।