ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে গ্রহের অবস্থানের গুরুত্ব অসীম। কোন গ্রহ কোথায় কখন অবস্থান করছে, তার প্রভাব পরে বিভিন্ন রাশিতে জন্ম মানুষের উপর। মার্চ মাসে ১৪ তারিখ হোলি উৎসব পড়েছে। আর এদিনে বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। শুক্র মীন রাশিতে থাকায় মালব্য রাজযোগ, শনি কুম্ভ রাশিতে থাকায় তৈরি হবে শশ রাজযোগ তৈরি করবে। সূর্য ও বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ, শুক্র ও বুধের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। ফলে কয়েকটি রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব। যেমন –
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর এই রাজযোগগুলির শুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। তাছাড়া দীর্ঘদিন ধরে যে আইনি সমস্যায় আটকে ছিলেন সেই সমস্যা থেকে বের হতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছাপূরণ হতে পারে। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সুখের সময়। আপনার মনে শান্তি লেগে থাকবে। তাছাড়াও দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে। পরিবার ও স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যারা পাইকারি ব্যবসা করছেন, তাদের সাফল্যের সময় শুরু। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। - মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যদি ধর্মীয় কোনও ভ্রমণে যেতে চান যেতে পারেন, তাছাড়া আপনার সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এই সময় প্রচন্ড সুখে থাকতে পারবেন আপনি। ব্যবসার যেকোনও কাগজ বা ফাইল মনোযোগ সহকারে পড়ুন।