www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 5:31 pm

ইউটিউবের দৌলতে মানুষ এখনো ডাক্তার হয়ে উঠছে। কিন্তু তারা জানেনা ইউটিউব দেখে সব হয় না। বৃন্দাবনের এমন এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে।

ইউটিউবের দৌলতে মানুষ এখনো ডাক্তার হয়ে উঠছে। কিন্তু তারা জানেনা ইউটিউব দেখে সব হয় না। বৃন্দাবনের এমন এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। অসহ্য পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখেই বাড়িতে পেট কেটে ফেলেন তিনি। এমনকী ১১টা সেলাইও করেন। এখন হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের। জানা গিয়েছে, বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা রাজা বাবু বেশ কয়েকদিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বারবার ডাক্তারের কাছে গেলেও ব্যথা থেকে রেহাই মেলেনি। অবশেষে নিজেই নিজের চিকিৎসা করবেন বলে স্থির করেন রাজা। বুধবার দিন মোবাইলে খুলে বসেন ইউটিউব।

তারপর ইউটিউব দেখে ক্রমাগত নকল করা। প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা তালিকা করেন। সেই মতো ওষুধের দোকান থেকে সেলাইয়ের ব্লেড, অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন, প্লাস্টিকের সুতো কিনে আনেন।
এরপর নিজেই নিজেকে অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন দেন। তাই কিছু বুঝতে পারেননি। পেটে কেটে ১১টা সেলাই করে ফেলেন। কিন্তু ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতেই আসল খেল টের পান রাজা। শুরু হয় তীব্র যন্ত্রণা। ছটপট করতে করতে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে আসেন আশপাশের প্রতিবেশীরা। সকলে মিলে রাজাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হয়। রাজার ভাগ্নে জানান, ১৮ বছর আগে রাজার অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *