জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। তবে কোনও গ্রহণকেই শুভ বলে ধরা হয় না। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চলে যায়, এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না, তখনই হয় কিন্তু সূর্যগ্রহণ। চলতি বছর সূর্যগ্রহণ ঘটবে ২৯ মার্চ। সময় শুরু হবে দুপুর ২ টো ২০ মিনিট থেকে, যা চলবে ৬টা ১৬ মিনিট পর্যন্ত। গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না। সূর্যগ্রহণ মীন রাশি ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঘটতে চলেছে।
গর্ভবতি মহিলারা কোন কোন কাজ করবেন না –
- জ্যোতির বিশেষজ্ঞদের মতে, গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের রান্নাঘরে কোনও কাজ করা উচিত নয়। এমনকি রান্না পর্যন্ত করবেন না।
- গর্ভবতী মহিলারা এই সময়ে খাবেন না কিংবা কাউকে কোনও খাবার দেবেন না। যদি খাবার রান্না করা থাকে তাতে তুলসী পাতা দিয়ে দিন।
- গ্রহণের সময় কোনও সেলাইয়ের কাজ করবেন না অর্থাৎ সুতো একদমই ভুলে হাতে নেবেন না। এটি আপনার সন্তানের ক্ষতি হতে পারে।
- এই গ্রহণের সময় আপনারা কোন কোন ধরনের নতুন কাজ করার কথা মনে চিন্তাও করবেন না। এর অশুভ প্রভাব পড়বে আপনাদের উপর।
- এই সময় কোনও ধারালো জিনিস ভুলেও হাতে নেবেন না। এতে আপনার শিশুর উপর খারাপ প্রভাব পড়বে।
- মহিলাদের গ্রহণের সময় কোনও দেব-দেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়। শুধু মনে মনে দেবতার নাম স্মরণ করা উচিত।
- গ্রহণের সময় বলে ভুলেও ঘুমাবেন না। শুধু তাই নয়, ভগবানের নামে ধ্যান করবেন। পুজো করবেন না।
- গর্ভবতী মহিলারা গ্রহণের সময় দৌড়াদৌড়ি করবেন না, কোনও কাজ করবেন না। এই সময়ে ঘরে বিশ্রাম নেবেন, ঘরের বাইরে বের হবেন না।
- সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলারা ভুলেও আকাশের দিকে তাকাবেন না, ঘর থেকে না বাইরে না বেরোনোই আপনার জন্য ভালো হবে।