ঠাকুরনগরে শুরু হল বারুণী মেলা। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর কয়েক লক্ষ ভক্তের ঢল নামে ঠাকুরবাড়িতে। এবারও একই ছবি। বুধবার রাত থেকেই উৎসবের আবহ সেখানে। রাত ১০টা ৪৫ মিনিটে কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে মতুয়া ধর্মের মহামেলা শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন ঠাকুরনগরে। এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বারুণী মেলার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঠাকুরবাড়ি। ঠাকুরনগর স্টেশন এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারপাশে জেলা পুলিশের কয়েকশো কর্মী মোতায়েন হয়েছে। মেলা কমিটির পক্ষ থেকেও অতিরিক্ত স্বেচ্ছাসেবক ও সিসিটিভি বসানো হয়েছে।
মেলা চত্বর এবং কামনা সাগরের ধারে অতিরিক্ত শৌচালয় ও স্নানের ব্যবস্থা করেছে প্রশাসন। মতুয়া ভক্তদের জন্য অতিরিক্ত ট্রেন চালাচ্ছে রেল। বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে যাওয়ার জন্য ট্রেন চালু হয়েছে। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।