বিজ্ঞান বলে, মা হওয়ার একটা নির্দিষ্ট বয়স আছে। আবার এটাও ঠিক যে জীবনে ব্যতিক্রম ঘটে। তেমনই ব্যতিক্রম ঘটেছে জার্মানিতে। প্রকৃতিরই লীলা! কিন্তু প্রকৃতি কার জন্য কোন উপহার তুলে রেখেছে, তা বলা কঠিনই নয়, অসম্ভব। নইলে ৬৬ বছর বয়সেও মা হওয়ার সুখানুভূতি পাওয়া যায়, জার্মানির আলেকজান্দ্রার কাহিনি না শুনলে তা কি বোঝা যেত? মোটেই না। কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনার মতোই আলেকজান্দ্রা আবার মা হলেন এ মাসেই। কোলে এল দশম সন্তান। চিকিৎসকরা বলছেন, কোনও কৃত্রিম উপায় নয়, স্বাভাবিকভাবেই সুস্থ-সবল এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আলেকজান্দ্রা হাইল্ডব্র্যান্ট। এ বিরলের মধ্যেও বিরলতম ঘটনা বইকী!
প্রকৃতিরই লীলা! কিন্তু প্রকৃতি কার জন্য কোন উপহার তুলে রেখেছে, তা বলা কঠিনই নয়, অসম্ভব। নইলে ৬৬ বছর বয়সেও মা হওয়ার সুখানুভূতি পাওয়া যায়, জার্মানির আলেকজান্দ্রার কাহিনি না শুনলে তা কি বোঝা যেত? মোটেই না। কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনার মতোই আলেকজান্দ্রা আবার মা হলেন এ মাসেই। কোলে এল দশম সন্তান। চিকিৎসকরা বলছেন, কোনও কৃত্রিম উপায় নয়, স্বাভাবিকভাবেই সুস্থ-সবল এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আলেকজান্দ্রা হাইল্ডব্র্যান্ট। এ বিরলের মধ্যেও বিরলতম ঘটনা বইকী!