‘পয়া’ ও ‘অপয়া’ শব্দদুটি আমাদের কাছে খুবই পরিচিত। ভারতীয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র একে সমর্থন করে। সকালে ঘর থেকে বেরনোর পরে শুভ সঙ্কেতগুলি চোখের সামনে এলে আমরা সহজেই বুঝতে পারি দিনটা ভাল এবং শান্তিতে কাটতে চলছে। প্রশ্ন হল কী কী সঙ্কেত চোখে পড়লে বুঝতে পারবেন দিনটা সাফল্যে পূর্ণ হতে চলেছে। যেমন –
- বাড়ি থেকে বেরনোর সময় চোখের সামনে গোদুগ্ধ দেখলে বুঝতে হবে তা শুভ সঙ্কেত। এমন কী উথলে ওঠা দুধ দর্শন করলেও তা শুভ।
- কোনও সাধু গৃহে প্রবেশ করলে তা অত্যন্ত শুভ। কখনওই তাঁদের বাড়ি থেকে ফিরে যেতে দেবেন না। মনে করা হয় সাধুকে দান করতে পারলে সেই কর্মফলে যে কোনও আটকে থাকা সম্পদ ফেরত পাওয়া যায়। এমনকী ব্যবসা ও কর্মেও সাফল্য আসে।
- কোনও শুভ কাজে বাড়ি থেকে বেরনোর পরে চোখের সামনে মধু দেখলে কিংবা যাত্রাপথে গরু চলে এলে ওই কাজে নিশ্চিতভাবে সাফল্য মেলে।
- যাত্রাপথে শশ্মানের উদ্দেশে নিয়ে যাওয়া মৃতদেহ দর্শন শুভ বলে মনে করা হয়।
- কোনও কাজ করতে বেরিয়ে রাস্তায় পাখিরা ভাগ করে খাদ্য খাচ্ছে দেখলে তা ওই কার্যে সাফল্যের ইঙ্গিত দেয়।
- বাড়ি থেকে বেরনোর সময় জলপূর্ণ পাত্র দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ সঙ্কেত কার্যে সাফল্যের ইঙ্গিত প্রদান দেয়।
- শুভ কাজে বেরনর সময় মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা অত্যন্ত শুভ। এই ধরনের সঙ্কেত কর্মে সাফল্য লাভের ইঙ্গিত দেয়।
- গৃহ থেকে কাজে বেরনর সময় ফুল ফুটতে দেখাও জীবনে কোনও পবিত্র কিছু ঘটার দিকে ইঙ্গিত দেয়।