এমন ঘটনায় তো চক্ষু চরকগাছ। সাফাইকর্মী হিসেবে কাজ করে মাসে আয় করেন সাকুল্যে ১৫ হাজার টাকা। তাতেই কোনও মতে চলে যায় সংসার। উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা এহেন করণ বাল্মীকিকে ৩৩ কোটি ৮৮ লক্ষ টাকার আয়কর নোটিস পাঠাল আয়কর বিভাগ। ওই নোটিসে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি দপ্তর থেকে এমন চিঠি পেয়ে ঘুম ছুটেছে করণের। জানা গিয়েছে, আলিগড়ের স্টেট ব্যাঙ্কের খাইর শাখার সাফাই কর্মী হিসেবে কর্মরত করণ। মাসে মাইনে পান মোট ১৫ হাজার টাকা।
যুবকের দাবি, গত ২৯ মার্চ আয়কর দপ্তরের তরফে তাঁর কাছে একটি নোটিস আসে। যেখানে বলা হয়, ৩৩ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৩৬৮ টাকার লেনদেন করেছেন করণ। ৩১ মার্চের মধ্যে এই নোটিসের জবাবদিহি করতে বলা হয়েছে ওই যুবককে। ওই চিঠি নিয়ে ৩১ মার্চ আয়কর বিভাগের অফিসে যান করণ। সেখানকার সরকারি কর্তারা তাঁকে পরামর্শ দেন এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার। তবে পুলিশের কাছে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে রাজি হননি। এই অবস্থায় কী করা উচিত তা ভেবে কূল পাচ্ছেন না ওই সাফাইকর্মী।