কলকাতা কি বরফে ঢাকা পড়বে? ভৌগোলিকরা তেমন সম্ভাবনা দেখছে না। কিন্তু কল্পনা করতে বাধা কোথায়! কলকাতায় (Kolkata) এমনিই শীতকাল থাকে বড় জোর দু’মাস। শীতপ্রেমীরা কোনওভাবে তার মধ্যেই পুরোদমে বেঁচে নেওয়ার চেষ্টা করেন। আর কলকাতায় বরফ (snowfall) পড়বে, এমন স্বপ্ন তো এই শহরের মানুষ খোলা চোখেই দেখতে চান।সত্যি সত্যি যদি কলকাতায় বরফ পড়ে কেমন লাগবে দেখতে তিলোত্তমাকে (Tilottama city), সেই দৃশ্যই চোখের সামনে মেলে ধরল কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই (AI)।
ইনস্টাগ্রামে ভাইরাল (Viral) হয়েছে এক ভিডিও, যা নিয়ে কলকাতার মানুষের উৎসাহের শেষ নেই। লেখা, গরমের কলকাতা (summer in Kolkata)। মাত্র পাঁচ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় আসতেই ১৪ হাজারেরও বেশি লাইক কমেন্টও এসেছে প্রচুর। শেয়ার হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি বার। সেখানে দেখা যাচ্ছে, চিরাচরিত ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজের নীচে গঙ্গাঘাট, ধর্মতলা চত্বর। কিন্তু সেখানে পড়ে রয়েছে বরফ, মানুষ চলাফেরা করছে তার মধ্যেই। ভিডিওতে দেখা যাচ্ছে এক সাইনবোর্ড, যেখানে লেখা ‘৪৫ ডিগ্রির গরম’। কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘পুরনো কলকাতাকে নিয়ে এটা অসাধারণ কল্পনা’, কেউ লিখেছেন, ‘এমন যদি হতো, আহা’!