আজ ১ বৈশাখ, নতুন বছর শুরু হলো। আপনার ভাগ্য ভালো রাখতে জ্যোতিষ মতে কিছু জিনিস দান করা উচিত। পয়লা বৈশাখের দিন রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করলেই আপনার ভাগ্যের দ্বার খুলবে। জানুন কোন রাশির ব্যক্তিরা কোন কোন জিনিস দান করলে তাদের জীবনে সুসময়ে শুরু হবে। এতে আপনার মনের জীবনের সুখের সময় শুরু হবে।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মী খুশি করবার জন্য এই দিন অবশ্যই ডাল দান করুন। সন্ধ্যেবেলা ঘরে একটি প্রদীপ জ্বালাবেন। এতে আপনার জীবনে সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এতে আর্থিক দিকে লাভ হবে।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের এই দিন দুধ দান করা খুব শুভ। এতে জীবনে সুখ-শান্তি আসবে। ঘরে সুখ, সমৃদ্ধিও বাড়বে। মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখের দিন ডাল দান করা অত্যন্ত শুভ। এতে আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। চাকরির ক্ষেত্রেও খুব লাভ করতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে মিছরি দান করতে পারেন। এছাড়া অভাবী ব্যক্তিদের টাকাও দিতে পারেন। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে মন্দিরে গিয়ে পুজো করুন। সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের চাল, ডাল একসঙ্গে দান করুন। এতে জীবনে আপনার সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিরা বিশেষ দিনে অভাবী ব্যক্তিদের দান করা অত্যন্ত শুভ। এতে আপনার জন্মকুন্ডলীতে কোনও গ্রহ দুর্বল থাকে, সেও কিন্তু আরও শক্তিশালী হবেন।