আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই তিথিটি হিন্দুদের কাছে খুবই পবিত্র। এই দিনেই সকলেই মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং কুবেরের পুজো করা হয়। আর এদিন দেবতার পুজো করলে তাঁদের বিশেষ কৃপা পেয়ে থাকেন সকলে। এতে জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। আর্থিক দিকেও আপনার খুব লাভ হবে। এই বিশেষ দিনে আপনি যদি এই জিনিসগুলি বাড়িতে আনেন, তাহলে আপনার জীবনে খুব শুভ সময় শুরু হবে। পাবেন মা লক্ষ্মীর কৃপাও। ঘরে আনবেন –
- সোনা ও রুপো
অক্ষয় তৃতীয়া দিন যদি পারেন সোনা কিংবা রুপোর যেকোনও জিনিস কিনে আনুন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। এতে আর্থিক দিকেও আপনার লাভ হবে । জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। - কড়ি
যেকোনও শুভ কাজে আমাদের কিন্তু কড়ি লাগে, সোনার ছাড়া আপনি কিন্তু এই বিশেষ দিনে বাড়িতে কড়ি কিনে আনতে পারেন। যদি কোনও পাত্রে মা লক্ষ্মীর কাছে রেখে দেন। তাহলে আপনার আর্থিকদিকে লাভ হবে। আর্থিক সঙ্কট কেটে যাবে । যদি পারেন মা লক্ষ্মীর চরণেও রাখতে পারেন। - এই দেবতার মূর্তি বাড়িতে আনুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ দিনে লক্ষ্মী ও গণেশের ছবি ও মূর্তি বাড়িতে নিয়ে আসুন। এতে আপনার মা লক্ষ্মী ও গণেশের বিশেষ কৃপা পাবেন। বাড়ির সম্পদ হুহু করে বাড়তে থাকবে। আর্থিকদিকে লাভ হবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। - নুনের প্যাকেট
এই বিশেষ দিনে আপনি কিন্তু নুনের প্যাকেট কিনেও আনতে পারেন। এটি কিন্তু সোনার মতনই খুব উপকারী একটি জিনিস। এতে কারণ এই নুন চন্দ্রগ্রহের সঙ্গে সম্পর্কিত। এতে আপনার মানসিক শান্তি ফিরবে। সম্পদ বাড়তে থাকবে। আর্থিক সঙ্কট কেটে যাবে। - সরিষা
যদি আপনি পারেন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সরিষা কিনে আনুন। সরিষা কেনা অত্যন্ত শুভ। এতে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আপনি আয় বাড়তে থাকবে। আর্থিকদিকে অনেক উন্নতি করতে পারবেন।