শুনে অবাক লাগলেও এই তথ্য সত্য। পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দরে অস্বাভাবিক খাদ্যের দাম। খাদ্য সামগ্রীর সবচেয়ে বেশি দাম তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে। ইস্তাম্বুল বিমানবন্দরে সাধারণ খাদ্যদ্রব্যের দামও প্রচুর। কলার দাম ৫৬৫ টাকা। বিয়ারের দাম দেড় হাজার টাকা। ৯০ গ্রাম ওজনের লাজানিয়া খেতে গেলে খরচ করতে হবে ২১ হাজার টাকা। ইস্তাম্বুল বিমানবন্দরে খাবারের এই দাম শুনে অনেক পর্যটকদের মনেই প্রশ্ন উঠেছে, ‘খাবারের ন্যায্য দাম নেওয়া হচ্ছে কি?’ ঘুরতে আসলেও যাঁদের টানটান বাজেট, তাঁদের জন্য অবশ্যই এত দাম দিয়ে খাবার কেনা সম্ভব নয়। এমনকি দামের নিরিখে খাবারের মানও নাকি অনেকটাই কম, অভিযোগ করেছেন যাত্রীদেরই একাংশ।
জানা যাচ্ছে, ইস্তাম্বুল এয়ারপোর্টের (Istanbul Airport) অবস্থান এবং জনপ্রিয়তা চড়া দামের নেপথ্যে অন্যতম বড় কারণ। এটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। বিশ্বের সেরা পর্যটনকেন্দ্রগুলির মধ্যে একটি ইস্তাম্বুল। প্রতিদিন ২ লক্ষেরও বেশি যাত্রী এই বিমানবন্দরে ওঠা নামা করে। অন্যদিকে, কেনাকাটায় বেশি বিকল্প না থাকায় খাওয়ার দিকেই যাত্রীদের অধিক খরচ হয়। তবে এই চোখ ধাঁধানো দামের কারণে, এটি তাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে যাদের বাজেট কম। ২০২৩ সালেই বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর। আমেরিকার পর্যটন ও বেসামরিক বিমান চলাচলের ম্যাগাজিন গ্লোবাল ট্রাভেলারের সমীক্ষায় এই স্বীকৃতি পেয়েছে তুর্কি বিমানবন্দরটি।