অভাবের কারণে বহু বয়স্ক মানুষকে আমরা অনেক পরিশ্রম করতে দেখি। কিন্তু তাই বলে ১০৮ বছরে ঢেলা গাড়ি ঢেলে এলাকায় সবজি বিক্রি করা – এটা কিন্তু সত্যি একটা অফবিট নিউজ। দেখে মনে হতেই পারে ৮০-র কাছাকাছি বয়স। বা তার একটু বেশি। কিন্তু কথা বলে বোঝা যায়, ওই বৃদ্ধের বয়স ১০৮ বছর। এই বয়সেও কাজ করছেন। রাস্তায় ঠেলা নিয়ে বেরিয়েছেন। বিক্রি করছেন আলু-পিঁয়াজ। শুধু তাই নয় বেশ দৃঢ় কন্ঠে হাঁক দিচ্ছেন আলু-পিঁয়াজ বলে। মানুষ আসছে, কিনছেন, তিনি ওজন করে দিব্যি বিক্রি করছেন।
ভাইরাল হওয়া এমন এক ভিডিও দেখে নাগরিক মহল অবাক। ভিডিও থেকেই জানা যায়, ওই বৃদ্ধ পাঞ্জাবের মগা এলাকায় সবজি বিক্রি করেন। এই বয়সেও কঠোর পরিশ্রম করে উপার্জন করা বিরলই বটে। তাই তাঁকে রাস্তায় দেখে ভিডিও করেন এক যুবক। মানি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ভাইরাল হয়। বহু মানুষ তাঁর বয়স দেখে চমকেছেন। বহু মানুষ অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন। এই বয়সে কাজের জন্য অনেকেই তাঁকে স্যালুটও জানিয়েছেন। একজন নেটিজেন পোস্টটির কমেন্টে লেখেন, ‘ওঁর আওয়াজ যেন এমনই দৃঢ় থাকে।’ আরেকজন লেখেন, ‘শ্রদ্ধা জানাই।’ ওনার প্রতি আমাদের রইলো অনেক শুভ কামনা।