www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 5:57 am

হিন্দু ধর্মের মানুষের কাছে অক্ষয় তৃতীয়া একটা পবিত্র তিথি। এই দিনটিকে ব্যবসায়ী সহ সমস্ত মানুষ খুবই গুরুত্ব দিয়ে উৎসব পালন করেন।

হিন্দু ধর্মের মানুষের কাছে অক্ষয় তৃতীয়া একটা পবিত্র তিথি। এই দিনটিকে ব্যবসায়ী সহ সমস্ত মানুষ খুবই গুরুত্ব দিয়ে উৎসব পালন করেন।
চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল, বুধবার। ২৯ এপ্রিল বিকেল ৫ টা ৩১ মিনিট থেকে শুভ সময় শুরু হবে। যা শেষ হবে ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিটে। উদয় দ্বিতীয় অনুসারে, অক্ষয় তৃতীয়া ৩০ এপ্রিলে পালিত হবে। প্রতিবছর বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া দিনটি পালন করা হয়। এদিন কেনাকাটা অনেকেই করে থাকেন। মনে করা হয়, এদিন শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। তাছাড়া এদিনে অনেকেই সোনা কেনেন। এদিন দেবী লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। এদিন মূল্যবান জিনিস কিনলে সম্পদ ও সৌভাগ্য ক্রমশই বাড়তে থাকে।

চলতি বছর অক্ষয় তৃতীয়ার সোনা বা মূল্যবান কোনও ধাতু কেনার শুভ সময় হচ্ছে ৩০ এপ্রিল ৫ টা ৪১ মিনিট থেকে দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত। এই সময়ে যেকোনও শুভ জিনিস কিনতে পারবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু বিরল যোগ তৈরি হচ্ছে। যা আপনার সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করবে। এমনকি সমৃদ্ধি ও বাড়াতে সাহায্য করবে। ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিট থেকে শোভনযোগ তৈরি হবে। সর্বার্থ সিদ্ধি যোগের সাথে, যা সারা দিন স্থায়ী হবে।রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র এই দিনে মিলিত হবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এদিন সোনা কেনা অত্যন্ত শুভ।

এদিন কী কী জিনিস কিনবেন, জানুন

১) সোনা ও রূপার গয়না কিনুন

২) পিতল বা ব্রোঞ্জের তৈরি পাত্র কিনতে পারেন

৩) সম্পত্তি যেমন- বাড়ি, দোকান, অথবা জমি কিনতে পারেন আপনি।

৪) গাড়ি কিংবা আসবাবপত্র কেনাও খুব শুভ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *