নিজের বাড়িতে মূল্যবান গয়না রাখা মোটেও নিরাপদ নয়। বাড়িতে অবশ্য কারোর কারোর সিন্দুক আছে, কিন্তু তাও নিরাপদ নয়। সেই কারণেই এখন বহু মানুষে ব্যাংকের লকারে তাদের অলঙ্কার রাখেন। কিন্তু সেটাও আর নিরাপদ নয়। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যে ঘটনা ঘটল, তা সাধারণ নাগরিকের সম্পত্তির নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলেছে। ঘটনাটি ঘটেছে গাজীয়াবাদের বিখ্যাত গোয়েল পরিবারে।
ঈশা গোয়েল অভিযোগ করেন, তাঁর ব্যাঙ্ক লকার থেকে ৫০ লক্ষ টাকার সোনা ও রুপো হারিয়ে গিয়েছে। ইশা গোয়াল ব্যাঙ্ক থেকে ফোন পেয়েছিলেন, ব্যাঙ্ক তাঁকে এসে তাঁর লকার দেখতে বলেছিল। এরপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ব্যাঙ্কে পৌঁছন তিনি। ভিতরে গিয়ে দেখেন, তাঁর লকার ভাঙা, সেখানে কিছুই নেই। পুরো লকার-ই খালি ছিল। মহিলা জানান, এতে ৪০-৫০ তোলা সোনা এবং ৫০-৬০ তোলা রুপোর গয়না ছিল। ইশা গোয়েল জানান, সোমবার সকালে তিনি ব্যাঙ্ক থেকে ফোন পান যে তাঁর লকার খোলা পড়ে রয়েছে। এর পর এই বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। ইশা গোয়েল বলেছেন, ‘‘এই ঘটনা সম্পর্কে আমরা ব্যাঙ্ককর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তাঁরা কোনও তথ্য দিতে প্রস্তুত ছিলেন না।”