মানুষের সংসারে সুখ ও শান্তির কেন্দ্রে আছে অর্থ। অর্থ যথেষ্ট উপার্জন করলেও নানা কারণে তা নষ্ট হয়ে যায়। সংসারে লেগে থাকে অশান্তি। আর্থিক সঙ্কটের কারণে মানসিক চাপ বাড়তে থাকে। ব্যক্তিরা কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারেন না। যে বাড়িতে অর্থ সঙ্কট রয়েছে, তাদের বাড়িতে কখনোই সুখ আসে না। এমনকি বাড়িতে নিত্যদিনই ঝগড়া, অশান্তি লেগে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। ভারতীয় জ্যোতিষ বলছে, আর্থিক সংকট দূর করতে আপনাকে মেনে চলতে হবে কিছু নির্দেশ।
- ভগবানের পুজো করুন-
প্রত্যেকটি ব্যক্তিরই বাড়িতে কিন্তু ভগবানের নাম করা খুব গুরুত্বপূর্ণ। এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। দূর হয় নেতিবাচক শক্তি। যে বাড়িতে ভগবানের পুজো করা হয় না, ভগবানের নাম করেন না, কেউ সেই বাড়িতে কিন্তু অর্থ সঙ্কট লেগেই থাকে। তাই ঈশ্বরের নাম নেওয়া খুব গুরুত্বপূর্ণ। - খারাপ কাজ থেকে অর্থ উপার্জন করবেন না – চাণক্যের মতে, যদি আপনি কোনও ভুল জায়গা থেকে অর্থ উপার্জন করেন অর্থাৎ কোনও খারাপ কাজে লিপ্ত হয়ে অর্থ উপার্জন করেন, তাহলে কোনদিনই আপনি পয়সা ধরে রাখতে পারবেন না। অর্থ সঙ্কটে ঘিরে ধরবে আপনাকে। তাই এমন কোনও কাজে লিপ্ত থাকলে দ্রুতই সেখান থেকে বেরিয়ে আসুন। এমনকি এতে সমাজেও কিন্তু আপনার সম্মানহানি হবে।
- ঝগড়া, অশান্তি করবেন না –
কোনও কারন ছাড়া বাড়িতে কখনোই ঝগড়া, অশান্তি করবেন না। যতটা পারবেন কম কথাকাটি করার চেষ্টা করুন। এতে ভগবান রুষ্ট হন , এতেই আপনার বাড়িতে অর্থ সঙ্কট লেগে থাকবে। মা লক্ষ্মী কিন্তু এই বাড়িতে কখনোই প্রবেশ করেন না। তাই অর্থ সঙ্কট কাটাতে আপনাকে কিন্তু এই বিষয়গুলির উপর নজর রাখতে হবে।