www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 2:02 pm

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের হিন্দুরা খুবই জাকজমক সহকারে শারদীয়া উৎসব পালন করেন। এ বছর বাংলাদেশে পুজো নিয়ে কিছু সমস্যা তৈরী হলেও শেষ পর্যন্ত সরকারের প্রচেষ্টায় পুজোমন্ডপগুলো ইতিমধ্যে সেজে উঠেছে।

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের হিন্দুরা খুবই জাকজমক সহকারে শারদীয়া উৎসব পালন করেন। এ বছর বাংলাদেশে পুজো নিয়ে কিছু সমস্যা তৈরী হলেও শেষ পর্যন্ত সরকারের প্রচেষ্টায় পুজোমন্ডপগুলো ইতিমধ্যে সেজে উঠেছে। এ বছর দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১ টি, বুলাকীপুর ইউনিয়নে ৫ টি, পালশা ইউনিয়নে ৩টি ও সিংড়া ইউনিয়নের ১০ টি সহ মোট ২৯টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর মন্দির গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২৯টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কারিগররা হাতের নিপুণ ছোঁয়া ও মনের মাধুরী মিশিয়ে তৈরী করেছেন লক্ষী, গনেশ, দুর্গা, কার্তিক,স্বরসতী, সহ নানা ধরনের প্রতিমা। পুজো মন্ডপে ভিড় হওয়া শুরু হয়েছে।

৯ অক্টোবর পূজা শুরু হয়ে ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া জানান, শান্তিপূর্ণ পুজা উদযাপনে মন্দির গুলোতে সরকারিভাবে ইতিমধ্যে ৫শ কেজি করে চালের বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম জানান, দুর্গা পূজা সফলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। মন্দিরগুলোতে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য এবং লাঠিধারী পুরুষ মহিলা সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও থাকবে পুজো কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *