www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 4:15 am

অনেক নিবিড় বন্ধুত্বের খবর আগেও পাওয়া গেছে। কিন্তু টানা ৫৬ বছর ধরে একইভাবে প্রতি বৃহস্পতিবার চলেছে তাদের বিয়ার আড্ডা - এটা একদম বিরল

অনেক নিবিড় বন্ধুত্বের খবর আগেও পাওয়া গেছে। কিন্তু টানা ৫৬ বছর ধরে একইভাবে প্রতি বৃহস্পতিবার চলেছে তাদের বিয়ার আড্ডা – এটা একদম বিরল, তাই তা আজকের অফবিট নিউজ। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তাঁরা একসঙ্গে বিয়ার পান করেন। এ যেন এক আশ্চর্য ‘রিচুয়াল’। আর তা পালিত হয়ে চলেছে গত ৫৬ বছর ধরে! তরুণ থেকে আজ তাঁরা বৃদ্ধ। তবু অব্যাহত বিয়ার অভিযান। এমন বন্ধুত্ব সত্যিই জগতে বিরল। ১৯৬৮ সাল থেকে চলছে এই সাপ্তাহিক আড্ডা। সেই সময় কেন ও পল গলফ খেলার শেষে পাবে যেতেন। সেখান থেকেই আড্ডার সূত্রপাত। তৈরি হয় ছ’জনের এক দল। আজও চলেছে সেই আড্ডা। পাব বদলেছে, কিন্তু সাপ্তাহিক আড্ডা একদম অটুট আছে। নাগরিক মহল বলেন, এমন আড্ডা সত্যিই বিরল।

তবে কোভিদ কালে? হ্যাঁ, সেই সময়ও তাদের আড্ডা ও বিয়ার পান চলেছিল প্রতি বৃহস্পতিবার রেতে। তবে যে যার বাড়িতে বসে ভিডিও কনফারেন্সর মাধ্যমে। সাংবাদিকদের তারা জানান, এতগুলো বছরে কোনও কোনও বৃহস্পতিবার যে বাদ পড়েনি তা নয়। কিন্তু সেটা এই বিপুল সময়কালের হিসেবে নিতান্তই নগণ্য। পল হেন্স, বিল মান্ডেন, কেন কিং, পিটার থার্লওয়াল, ব্রায়ান আয়ার্স ও ডিক কটন- এই ছয় বন্ধু জানাচ্ছেন, একসময় সোনালি তরল গলাঃধকরণ করার সময় তাঁরা ফুটবল আর যৌনতা নিয়ে মেতে উঠতেন। আর আজ তাঁদের আলোচনার বিষয় প্রস্টেট ও পেনশন। ছয় বন্ধুর রয়েছে ১৭ সন্তান, ৩৩ নাতি… এমনকী ৬ পুতিও!

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *