www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 1:20 pm

দেখতে দেখতে বেলঘরিয়ার আদর্শপল্লী সার্বজনীন পূজা কমিটির ৭৫তম বর্ষে পদার্পণ করল। এই বছরের শিল্পী দীপক মজুমদারের ভাবনা "কে কেড়ে নিল শৈশব"।

দেখতে দেখতে বেলঘরিয়ার আদর্শপল্লী সার্বজনীন পূজা কমিটির ৭৫তম বর্ষে পদার্পণ করল। এই বছরের শিল্পী দীপক মজুমদারের ভাবনা “কে কেড়ে নিল শৈশব”। পুজো মন্ডলের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করলেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, দমদম লোকসভা সাংসদ ও পুজো কমিটি চেয়ারম্যান সৌগত রায়, পুজো কমিটি সভাপতি ও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন কামারহাটি পৌরসভার পৌরমাতা অর্পিতা এবং পুজো কমিটির সম্পাদক অধ্যাপক সায়ন মুখার্জি, কামারহাটি চেয়ারম্যান গোপাল সাহা, সবুজ কমল চক্রবর্তী সহ সমাজের একাধিক নক্ষত্র ও অধিবাসীবৃন্দ। এই প্রভাবশালী ব্যক্তিত্বদের সমন্বয়ে দুর্গোৎসবের উদযাপনকে এক বিশেষ মাত্রা দেওয়া হয়েছে। পুজো কমিটি সম্পাদক সায়ন মুখার্জি বললেন এই পূজা মন্ডপসজ্জা দেখার পর প্রত্যেক দর্শনার্থীর ছোটবেলার কথা মনে পড়ে যাবে, এটা দায়িত্ব সহকারে বলতে পারি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *