www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 6:01 am

গতকাল পালিত হলো রাম নবমী। বাংলায় বেশ প্রাচীন কিছু রাম মন্দির থাকলেই আগে কখনো এমন ঘটা করে রাম নবমী পালিত হতো না।

গতকাল পালিত হলো রাম নবমী। বাংলায় বেশ প্রাচীন কিছু রাম মন্দির থাকলেই আগে কখনো এমন ঘটা করে রাম নবমী পালিত হতো না। আমাদের জানা দরকার বাংলার প্রাচীনতম রামমন্দির কোনটি। এই বিষয়ে ইতিহাস জানাচ্ছে, বাংলার প্রাচীন রাম মন্দির হাওড়া রামরাজাতলা রাম মন্দির। প্রায় ৩৫০ বছর প্রাচীন হাওড়া রামরাজাতলা রামপুজো। রামনবমীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এখানে।এবছর শনিবার রাত ১২ টার পর রাম নবমীর সূচনা হয়। তারপর থেকে মন্দিরে ভক্ত সমাগম ঘটে। রাত দুটো থেকে পুজো শুরু হয়। রবিবার সারাদিন পুজো আরাধনা হয়ে রাত্রি ৯- ১০ টা পর্যন্ত চলে । এবারও লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে বলেই জানা যায়।

প্রতিবছর রামনবমী ও রাম বিজয়াতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে এখানে। রাম নবমীতে পাঁচ রকম ফল থেকে শুরু করে ভক্তের সাধ্যমত পুজো অর্ঘ্য ডালি সাজে ভক্তরা পুজো দিয়ে থাকে। তবে অধিকাংশ ভক্ত ভগবান রামচন্দ্রের পছন্দের সাদা পদ্ম এবং মা সীতার পছন্দের লাল পদ্ম নিবেদন করেন। প্রাচীন রীতি মেনে রাম সীতার যুগল মূর্তি পূজিত হয় এখানে। রাম সীতা ছাড়াও শিব ব্রহ্মা, সরস্বতী, বিভীষণ, শিবের অনুচর নন্দী ফিরিঙ্গি, ব্রহ্মার অনুচর জাম্বুবান, রামের গুরুদেব বশিষ্ঠ মুনি আছেন এবং মা ধরনী সহ বিভিন্ন দেবদেবী রাম সীতার সঙ্গে এখানে পূজিত হন। প্রতিদিন সকাল থেকে কয়েক ঘণ্টা পুজো। তারপর হোম সন্ধ্যা আরতি এবং রাত্রে শয়ন নিয়ম মেনে। রামনবমীর দিন থেকে আগামী চার মাস এখানে রাম পুজো অনুষ্ঠিত হয়। রামনবমীর দিন ছাড়াও অন্যান্য দিনও বহু ভক্ত সমাগম ঘটে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *