ভারতীয় জ্যোতিষে অমাবস্যা, পূর্ণিমার মতো একাদশী তিথির বিশেষ গুরুত্ব আছে। প্রতি মাসে দু’বার একাদশী আসে। প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষটতিলা একাদশী পালিত হয়। কথিত আছে, এদিন উপোস করে পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। জানুয়ারি মাসে এই একাদশী পালিত হয়। এই দিন তুলসী গাছের কিছু প্রতিকার মেনে চললে আপনি আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। এমনকি জীবনে আসবে সফলতাও। এদিন বিষ্ণুর বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা লক্ষ্মী, বিষ্ণুর কৃপা পেতে আপনিও মানুন এই টিপসগুলি।
চলতি বছর একাদশী তিথি শুরু হচ্ছে জানুয়ারি মাসের ২৪ তারিখ সকাল ৭ টা ২৫ মিনিট থেকে, যা শেষ হবে ২৫ জানুয়ারি রাত ৮ টা ৩১ মিনিটে।
- করুন তুলসীর এই প্রতিকারগুলি – এই বিশেষ দিনে তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপরে তুলসী গাছে হলুদ, চন্দন দেবেন। তারপর গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিন তুলসী গাছকে লাল কাপড় পরিয়ে রাখবেন। সেই সঙ্গে চুড়ি, সিঁদুর দিতে একদমই ভুলবেন না।
- তুলসী মন্ত্র জপ করুন –
একাদশীর দিন তুলসী গাছে পুজো না করলে জীবনের নানান সমস্যা আসে। শুধু তাই নয়, পরিবারের অশান্তির সৃষ্টি হয়। তাই জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর করতে এই বিশেষ দিনে তুলসী মন্ত্র অবশ্যই ১০৮ বার জপ করুন। - তুলসী পাতা ছিঁড়বেন না –
এই একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা উচিত নয়। সেই সঙ্গে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এটি করলে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করবেন আপনি। সম্ভব হলে এদিন নির্জলা উপোস করবেন। মনে বিশ্বাস রেখে এই কাজগুলো করলে নিশ্চই উপকার পাবেন।