গ্রহের স্থান পরিবর্তনের উপর নির্ভর করে মানুষের ভাগ্য। তাই জ্যোতিষ শাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তনের মূল্য অনেক। বুধ ও গুরু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহই অত্যন্ত শুভ গ্রহ। এই দুই গ্রহ যখন গতিপথ বদল করে কিংবা নক্ষত্র বদলে কোন রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হয়। ১২ বছর পর, মিথুন রাশিতে বুধ ও বৃহস্পতির এই মিলনে কিছু রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হবে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন। এসময় আপনারা কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। তাছাড়া প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও সফলতা পাবেন। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে থাকবে। ধর্মীয় কোনও অনুষ্ঠানে বিনিয়োগ করতে পারেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুখের সময়। এসময় বুধ ও গুরু গ্রহের মিলনেই আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে। তাছাড়া চাকরিতে পদোন্নতি নিশ্চিত। কর্মজীবনেও এগিয়ে যেতে পারবেন। শিক্ষা ও প্রতিযোগিতামূলক যেখানেই পরীক্ষা দেবেন, সেখানেই এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। সন্তানদের জীবনে খুশি লেগে থাকবে ।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের নবমঘরে বুধ ও শুক্র গ্রহের মিলন হবে। এদের ভাগ্য খুলতে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। কর্মজীবনেও এগিয়ে যেতে পারবেন। আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ অনেক কমবে। শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। তবে এসময় মাথা ঠান্ডা রেখে, নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি শুভ কাজ করবার চেষ্টা করুন।