www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 3:52 pm

ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পেতে টোটকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷ সাধারণ কিছু টোটকাই আনতে পারে বিশাল পরিবর্তন ৷ আর্থিক সমস্যা দূর করতে সক্ষম কয়েকদানা গোটা এলাচ ৷ কীভাবে জেনে নিন ৷এলাচ প্রায় আমরা সবাই ব্যবহার করে থাকি। এলাচের মধ্যে রয়েছে একটা সুন্দর গন্ধ যা আমাদের রান্নায় বা মিষ্টিতে আনে অনন্য এক গন্ধ। কিন্তু জানেন কি এলাচের মধ্যে লুকনো রয়েছে বহু গুণ, যা আমাদের নানা প্রকার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে।

জীবনে চলার পথে নানা বাধা পেড়োতে বা সংসারে সুখ শান্তি বজায় রাখতে অনেকেই জ্যোতিষ শাস্ত্র বা বাস্তুশাস্ত্র মেনে চলেন ৷ ভাগ্যের লেখা বদলানো না গেলেও ছোট ছোট কিছু টোটকা দৈনন্দিন জীবনে অনেক চিন্তা থেকে মুক্তি দেয় ৷ ঠিক যেমন এলাচ ৷ জ্যোতিষ শাস্ত্র মতে এলাচের টোটকা গুণ দারুণ ৷ বিশেষ করে আর্থিক সচ্ছল আনতে সক্ষম এলাচ ৷ হাতে টাকা পয়সা না থাকলে একবার করেই দেখতে পারেন এই টোটকাগুলি ৷

1) অনেক সময় দেখা যায়, একজন প্রচণ্ড পরিশ্রম করেও কর্মক্ষেত্রে ততটা সফল হচ্ছেন না ৷ বারবার আটকে যাচ্ছে প্রোমোশন ৷ জ্যোতিষবিদদের মতে, এলাচ দিয়ে একটা ছোট্ট টোটকা করলে সুফল মিলতে পারে ৷ একটি সবুজ কাপড়ে একটি এলাচ বেঁধে সেটা রাতে শোবার আগে রেখে দিতে বালিশের নীচে ৷ এরপর সকালে ঘুম থেকে উঠে তা কোনও বাইরের লোককে দান করে দিতে হবে ৷ এই টোটকা নাকি, না হওয়া কাজও হতে সাহায্য করে ৷

2) আপনার হয়তো টাকা পয়সার সমস্যা যাচ্ছে ৷ পকেট খালি ৷ তাহলে এই টোটকা করে দেখতে পারেন ৷ মানিব্যাগে সবসময় 5টি এলাচ রেখে দিন ৷ বলা হয় যে, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে এলাচের টোটকা অনেক কাজ দেয় ৷

3) টাকা পয়সা ছাড়াও যদি কেউ সুন্দর লাইফ পার্টনার পেতে চান তাহলেও এলাচের টোটকা কার্যকরী ৷ একটি পরিষ্কার হলুদ কাপড়ে 5টি গোটা এলাচ নিতে হবে ৷ তারপর সেটা দান করতে হবে কোনও গরীবকে ৷ এমনটা করলে নাকি, সুন্দর জীবন সঙ্গী পাওয়া যায় ৷

4) শুধু তাই নয়, ভালো নম্বর পেতেও নাকি এলাচের টোটকার জুড়ি মেলা ভার ৷ বলা হচ্ছে, দুধের মধ্যে এলাচ ফুটিয়ে সেটি ঠান্ডা করে কোনও গরীবকে পান করতে দিতে হবে ৷ টানা সাতটা সোমবার এই কাজ করলে পরীক্ষায় মনের মতো ফল পাওয়া সম্ভব ৷

5) বলা হয়, যদি কোনও ব্যক্তির ভাগ্যচক্রে শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে এলাচের টোটকায় উপকার পাওয়া যায় ৷ দুটি এলাচ নিয়ে একটি পাত্রে অনেকটা জল নিয়ে ফোটাতে হবে ৷ জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেলে সেই জল স্নানের সময় গামলা বালতির জলে মিশিয়ে নিতে হবে ৷ সেই জল দিয়ে স্নান করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে ৷ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী ৷ এতে নাকি ভাগ্যচক্রে দুর্বল থাকা শুক্র গ্রহ শক্তিশালী হয়।

সবশেষে একটা কথা বলতে হয়, চাকরিক্ষেত্রে হোক বা পড়াশোনার জগতে ভালো কিছু পেতে হলে পরিশ্রম অবশ্যই করতে হবে ৷ জ্যোতিষশাস্ত্র মতে, টোটকা সাময়িক ফল দেয় বাকিটা ভাগ্য ও পরিশ্রমের উপর নির্ভরশীল ৷

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *