www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 15, 2025 11:50 am

আর মাত্র কয়েকদিন পরেই আসছে ১ বৈশাখ, শুভ বাংলা নববর্ষ। কথায় বলা হয় বছরের প্রথম দিন ভালো কাটলে সারা বছর ভালো কাটে।

আর মাত্র কয়েকদিন পরেই আসছে ১ বৈশাখ, শুভ বাংলা নববর্ষ। কথায় বলা হয় বছরের প্রথম দিন ভালো কাটলে সারা বছর ভালো কাটে। এদিন সকলেই দেবী লক্ষ্মী, গণেশ ঠাকুরের পুজো করে এই দিনটি শুরু করেন। যদি আপনি আর্থিকদিকে লাভ করতে চান ও জীবনে সুখী হতে চান তাহলে পয়লা বৈশাখের দিন করুন এই বিশেষ প্রতিকারগুলি। জীবনে সকলেই সুখী হতে চান ও পরিবার নিয়ে সুখে থাকতে চান, যদি আপনি আর্থিক সঙ্কট কাটিয়ে পরিবার নিয়ে সুখে থাকতে চান, তাহলে পয়লা বৈশাখে এই প্রতিকার করতেই পারেন। এতে কিন্তু আপনার জীবনে খুব শুভ সময় শুরু হবে।

  • অশুভ দৃষ্টি এড়াতে কী করবেন –
    পয়লা বৈশাখের দিন কালো সুতো আপনি আপনার সন্তানের হাতে বেঁধে দিন। তবে যদি ছেলে হয় অবশ্যই ডান হাতে বাঁধবেন। মেয়ে হলে বামহাতে বাঁধবেন। এতে তাদের ওপর কারোর অশুভ দৃষ্টি পড়বে না। এমনকি শনির অশুভ দৃষ্টি থেকেও তারা রেহাই পাবেন।
  • কুবেরের যন্ত্র বাড়িতে আনুন –
    পরিবার নিয়ে সুখে, শান্তিতে থাকতে এই বিশেষ দিনে কুবেরের যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করুন। অবশ্যই এটি ঠাকুরঘরে প্রতিষ্ঠা করবেন। এতে আপনার আর্থিক সঙ্কট কাটবে, পরিবারের সদস্যদের সঙ্গেও সুখে থাকতে পারবেন আপনি।
  • গণেশের মূর্তি আনুন –
    পয়লা বৈশাখের দিন ঘরের দরজার সামনে গণেশের মূর্তি রেখে পুজো করুন। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।
  • সরষের তেলের প্রদীপ জ্বালাবেন
    পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলা বাড়ির প্রধান দরজার সামনে আপনি সরষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন। এতে আপনার বাড়িতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। এতে আপনার আর্থিকদিকেও লাভ হবে, জীবনের সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন।
  • নিরামিষ খাবার খাবেন
    পরিবার নিয়ে সুখে থাকতে অবশ্যই পয়লা বৈশাখের দিন নিরামিষ খাবার খাবেন। দেবীকে লক্ষ্মীকে ভোগে আপনি যেটি নিবেদন করবেন সেটিই খাবেন। আমিষ কোনও খাবার একদমই খাবেন না।
  • আর্থিকদিকে লাভ করতে এই বিশেষ দিনে আপনি একটা পান পাতায় একটা কড়ি, এক টাকা, হলুদ দিয়ে আপনি দেবী লক্ষ্মীর সামনে একটি লাল কাপড়ে মুড়ে রেখে দেখবেন। এতে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *