www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 8:00 pm

চৈত্র নবরাত্রি হিন্দুদের বিশেষ করে উত্তর ভারতে খুবই প্রচলিত একটা ধৰ্মীয় উৎসব। এই উৎসবে হাজার হাজার মানুষ মিলিত হয়।

চৈত্র নবরাত্রি হিন্দুদের বিশেষ করে উত্তর ভারতে খুবই প্রচলিত একটা ধৰ্মীয় উৎসব। এই উৎসবে হাজার হাজার মানুষ মিলিত হয়।
পঞ্চাঙ্গ অনুসারে, প্রতি বছর চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়। চলতি বছরে চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে ৩০ শে মার্চ থেকে। এই সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। বিশ্বাস, ৯ দিন ধরে দেবীর পুজো করলে দেবী প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন। চৈত্র নবরাত্রি জীবনে সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে মা দুর্গার একাধিক মন্দির। এবার আমরা দেখে নিই দেখে নি দেবীর ৯টি রূপ ।

  • শৈলপুত্রী-

শৈলপুত্রী হলেন পর্বতরাজ হিমাবতের কন্যা এবং দেবী পার্বতীর নয়টি রূপের প্রথম রূপ। যিনি নবরাত্রির প্রথম দিনে পূজিত হন। শৈলপুত্রী কথার অর্থ হল পর্বতের কন্যা। ভক্তরা শৈলপুত্রীকে প্রকৃতি মাতা রূপে সম্মান করেন। আধ্যাত্মিক জাগরণের জন্য শৈলপুত্রীর কাছে প্রার্থনা করেন।

  • ব্রহ্মচারিণী –

ব্রহ্মচারিণী হলেন দেবী দুর্গার নব দুর্গা রূপের দ্বিতীয় রূপ। যিনি জ্ঞান, তপস্যা এবং আত্মশৃঙ্খলার প্রতীক। নবরাত্রির দ্বিতীয় দিনে তাঁর পুজো করা হয়। দেবী ব্রহ্মচারিণী পার্বতীর তপস্বিনী রূপ, যিনি কঠোর তপস্যা ও ব্রহ্মচর্য পালন করে শিবের পুজো করেছিলেন।

  • চন্দ্রঘণ্টা

চন্দ্রঘণ্টা হলেন দেবী দুর্গার নব দুর্গারূপের তৃতীয় রূপ। যিনি নবরাত্রির তৃতীয় দিনে পূজিত হন। তাঁর মস্তকে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র শোভা পায়, তাই এই নামে পরিচিত।

  • কুষ্মান্ডা

কুষ্মাণ্ডা হলেন হিন্দু দেবী দুর্গার নব দুর্গার চতুর্থ রূপ। যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং তাঁর ঐশ্বরিক হাসি দিয়ে জগৎ সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা হয়।

  • স্কন্দমাতা
    স্কন্দমাতা হলেন দেবী দুর্গার নব দুর্গার রূপগুলির মধ্যে পঞ্চম। যিনি যুদ্ধ দেবতা কার্তিকেয় বা স্কন্দের মা হিসেবে পরিচিত।
  • কাত্যায়নী
    কাত্যায়নী হলেন হিন্দু দেবী দুর্গার ষষ্ঠ রূপ, যিনি নবদুর্গার অন্যতম এবং নবরাত্রির ষষ্ঠ দিনে পুজো করা হয়। তিনি ঋষি কাত্যায়নীর তপস্যায় দেবী দুর্গার ইচ্ছায় আবির্ভূত হন বলে এই নামে পরিচিত।
  • কালরাত্রি

কালরাত্রি দেবী হলেন দেবী দুর্গার সপ্তম রূপ। যিনি নবরাত্রির সপ্তম দিনে বিশেষভাবে পূজিত হন। তিনি ভয়ংকর রূপ ধারণ করলেও শুভফলদায়িনী এবং ভক্তদের রক্ষা করেন।

  • মহাগৌরী

মহাগৌরী হলেন দেবী দুর্গার অষ্টম রূপ। যিনি পবিত্রতা, শান্তি এবং রূপান্তরের প্রতীক, এবং নবরাত্রির অষ্টম দিনে তাঁর পুজো করা হয়।

  • সিদ্ধিদাত্রী

সিদ্ধিদাত্রী দেবী হলেন হিন্দু মাতৃদেবী মহাদেবীর নবদুর্গার নবম এবং শেষ রূপ। যিনি অলৌকিক ক্ষমতা বা সিদ্ধি প্রদান করেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *