কথায় আছে, ‘বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।’ ভারতীয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বহু গবেষণালব্ধ শাস্ত্র। হাজার বছর ধরে গবেষণা করেই এই বাস্তুশাস্ত্র সিদ্ধান্তে পৌঁছেছে যে, লবঙ্গ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। হিন্দু ধর্মে লবঙ্গের বিশেষ ভূমিকা আছে। সামনে দীপাবলি। বাস্তুশাস্ত্র বলছে যে, দীপাবলিতে মাত্র দুটো লবঙ্গ।ফিরিয়ে দিতে পারে আপনার ভাগ্যকে। ভেস্তে যাওয়া কাজ হয়ে যাবে সহজে। পূরণ হবে মনের সব ইচ্ছা। তাই এই দীপাবলিতে সঙ্গে লবঙ্গ রাখুন।
হিন্দু ধর্মে লবঙ্গকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিষয়ে অমরা কথা বলেছিলাম একাধিক বিশিষ্ট বাস্তুশাস্ত্রবিদের সঙ্গে। তাঁরা বলেন, দীপাবলীতে প্রদীপ প্রজ্জ্বলনের সময় দুটি লবঙ্গ দিয়ে দেওয়া যায়, তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আসে। চলে যায় সমস্ত নেতিবাচক শক্তি। তাঁর জানিয়েছেন, দীপাবলিতে ধনলক্ষ্মী বা লক্ষ্মী দেবীর মূর্তির সামনে সর্ষের তেলের একটি গোলাকার প্রদীপ জ্বালানো উচিত। সেটি অপেক্ষাকৃত বড় হলে ভাল হয়। তার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে দিলে অর্থ সংকট দূরে চলে যায়। শুধুই তাই নয়, যদি জীবনে কোনও কাজে বারবার বাধা আসে, কাজ ভেস্তে যায়, তাহলে লবঙ্গ টোটকায় মিলবে সুফল। দীপাবলির দিন সিদ্ধিদাতা গণেশকে দুটি লবঙ্গ, দুটি এলাচ ও একটি পান অর্পণ করলে কাজে বাধা কেটে যাবে। বিশিষ্ট শাস্ত্রজ্ঞরা বলেন, দীপাবলির সময় কর্পূরে দুটি লবঙ্গ, দুটি এলাচ, এবং সাত টুকরো দারচিনি সহযোগে হনুমানজির আরতি করলে জীবনের সমস্ত সংকট কেটে যায়। শনির কুপ্রভাব কেটে যায়। তাই এবার দীপাবলিতে আমরা সবাই সঙ্গে রাখি লবঙ্গ আর পন্ডিতদের নির্দেশ মেনে চলি।