অনেকদিন অপেক্ষার পরে অবশেষে ভক্তদের জন্য দরজা খুলতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। এই নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের মিটিং করা হলো। প্রায় ২২ একর জমিতে গড়ে ওঠা মন্দিরের ভিতরের সমস্ত কাজকর্ম খতিয়ে দেখেন ডিজি ও হিডকোর ভাইস চেয়ারম্যান। ভোগ ঘর থেকে সিংহদুয়ার, এমন কি অরুণ স্তম্ভ থেকে বিশ্রাম কক্ষ ঘুরে দেখেন তাঁরা। বৈঠকের পরে তাঁরা মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত প্রস্তাবিত জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ আদি জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। সেখানেও ইতিমধ্যে প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে একটা বড়ো যজ্ঞ বটে।
জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়ার ঠিক আগের দিন অর্থাৎ ২৯ তারিখ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই দিন থেকেই চলবে যাবতীয় হোমযজ্ঞ ও অনুষ্ঠান।সাম্প্রতিক কয়েকদিন আগেই দিঘার জগন্নাথ মন্দির পরিচালনার জন্য ট্রাস্টি বোর্ডের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁদের নিয়ে নবান্নে বৈঠকও করেছেন তিনি।যেখানে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান রাজেশ দৈতাপতিও। তিনিও কয়েক দিন আগে জগন্নাথ মন্দির পরিদর্শন করে গিয়েছেন। এবার মন্দির পরিদর্শনে এলেন ডিজি সহ প্রশাসনের কর্তারা। মূলত বুধবার মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন তাঁরা। পর্যাপ্ত সিসিটিভির পাশাপাশি কোথায় কত পুলিশ থাকবে এবং কোথায় গাড়ি পার্কিং করা হবে সে বিষয়ে বৈঠক হয়। এ ছাড়াও উদ্বোধন পরবর্তী সময়ে দর্শনার্থীদের বাড়তি ভিড়ের আশঙ্কা থাকছে৷ তখন কীভাবে ভিড় সামলানো হবে, সে বিষয়েও পরিকল্পনা করা হয়। জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, “আজ মূলত উদ্বোধনের দিনের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। নিরাপত্তার পাশাপাশি মন্দিরের কাজকর্ম নিয়ে বৈঠক হয়েছে।”