www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 11:47 am

খবরে আমরাঃ এক বছর আগে বর্ষবরণের সময়টায় ছিল বিধানসভা নির্বাচনের আবহ। গঙ্গাপারের নবান্ন দখলের স্বপ্ন দেখা বিজেপি ‘ওয়াররুম’ তৈরি করেছিল কলকাতার হেস্টিংস এলাকার এক বহুতলে। শুক্রবার সেই বাড়িতেই গেরুয়া শিবির বসাল বর্ষবরণের আসর। সেই আসরে চমক ছিল দিলীপ ঘোষের গলায় গান। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপের লাঠি ঘোরানোয় খ্যাতি থাকলেও গায়ক হিসেবে সুনাম নেই। তিনি নিজেই গাওয়ার আগে বললেন, ‘‘গান নানা রকমের হয়। ছাদ পেটানোর গান হয় আবার ছাদ ফাটানোরও গান হয়। কোন গান মানুষকে জড়ো করে, কোনওটা মানুষকে তাড়ায়। আপনারাই শুনুন আমারটা কোন গোত্রের!’’

আরএসএস প্রচারক থেকে বিজেপি-তে আসা দিলীপ গাইলেন সঙ্ঘের শাখায় গাওয়া দেশাত্মবোধক গান। সে গানের কথা জ্যোতির্ময় চৈতন্যের, সুর অরুণ চক্রবর্তীর। গানের বাণীও পরে টুইট করে জানিয়েছেন দিলীপ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *