হিন্দু বাঙালির অন্যতম ধৰ্মীয় উৎসব দীপাবলি উৎসব। এই পবিত্র উৎসবে মানুষ নিজেকে গুছিয়ে নিয়ে মাকালীর স্মরণে আসেন। ভারতীয় বাস্তুতন্ত্র ও জ্যোতিষ বলছে দীপাবলির আগে মা লক্ষ্মীর কৃপা পেতে নিজের বাড়ির দক্ষিণ দিক ভালো করে সাজিয়ে নিন। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। যদি আপনি আর্থিকদিকে উন্নতি করতে চান ও ধন-সম্পদ বাড়াতে চান তাহলে দীপাবলির সময় এই বাস্তুটিপসগুলি মেনে চলতে পারেন। ঘরের দক্ষিণ দিকে এই জিনিসগুলি রাখবেন, এতে আপনার আর্থিক দিকে অভাব দূর হবে ও ব্যবসাতেও (Astrology) খুব লাভ করতে পারবেন।
- বাস্তুশাস্ত্রে (Vastu) বলা হয়, ঘরের দক্ষিণ দিকে ঝাঁটা রাখা খুব শুভ। এতে মা লক্ষ্মী খুব খুশি হন । সেই সঙ্গে আপনার আর্থিকদিকেও খুব লাভ হবে। তবে ঝাড়ু এমনভাবে রাখবেন যাতে বাইরের কোনও লোক যেন সেই ঝাঁটা দেখতে না পায়।
- বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির দক্ষিণ দিকে ফিনিক্স পাখির ছবি রাখুন। এতে আপনার ঘরে ইতিবাচকতা বজায় থাকবে। সেই সঙ্গে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে।
- বাড়ির দক্ষিণ দিকে সোনা রাখা খুব ভালো। এতে সম্পদ খুব বাড়তে থাকবে। তবে মনে রাখবেন, সোনার কাছাকাছি ঝাঁটা রাখবেন না।
- বাস্তুশাস্ত্রে (VastuTips) ক্র্যাসুলা গাছকে ধন-সম্পদের গাছ বলেই মনে করা হয়। বলা হয় যে, বাড়িতে এই গাছ থাকে, সেই বাড়ির আর্থিক দিকে খুব লাভ হয়। তবে আপনি যদি বাড়িতে ক্র্যাসুলা গাছ লাগান তাহলে অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে রাখার চেষ্টা করুন।
- বাস্তু বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে শরীর ভালো থাকে। ধন-সম্পদ বাড়তে থাকে। তাই ঘরের দক্ষিণ দিকে আপনি বিছানা রাখতে পারেন। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ এ কথাও বলছে যে ‘বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।’ তাই বিশ্বাস রেখে দীপাবলির আগে ঘরকে এভাবে সাজিয়ে তুলুন, এতে আপনার আর্থিক অবস্থা ভালো হবে।