হিন্দু ধর্ম বিশ্বাস করে যে যখন পৃথিবী পাপে পূর্ণ হয় তখন ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারের রূপ ধরে পৃথিবীকে পাপ মুক্ত করেন। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কূর্ম (কচ্ছপ) অবতার। অমৃতের সন্ধানে সমুদ্রমন্থন কালে কূর্ম অবতার রূপে পর্বতকে সমুদ্রে ডুবে যাওয়ার থেকে রক্ষা করেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর অবতারের রূপ হিসাবে কচ্ছপের মূর্তিকে বাস্তুশাস্ত্রেও গুরুত্ব দেওয়া হয়। আমরা অনেকেই ঘর সাজানোর জন্য বা ঘরের শান্তির জন্য ঘরে কূর্ম অবতার রূপে কাচ্ছপকে স্থাপন করেন। কিন্তু বাস্তু টিপস বলছে, যততত্র কাচ্ছপ স্থাপন করলে উপকারের চেয়ে আপকার বেশি হতে পারে। তাই বাস্তু টিপস মেনেই কচ্ছপ স্থাপন করুন।
১) কাঠের তৈরি কচ্ছপের মূর্তি বাড়ির লোক এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটায়। বাড়িতে শুভ কর্মশক্তি প্রদান করে।
২) ধাতু দিয়ে তৈরি কচ্ছপের মূর্তি বাড়ির শিশু এবং কিশোর সদস্যদের জন্য শুভ।
৩) সবুজ রঙের কচ্ছপের মূর্তি বাড়ির শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল দান করে।
৪) সাদা রঙের কচ্ছপের মূর্তি যে কোনও অশুভ কর্মশক্তি থেকে নিষ্কৃতি দান করে।
৫) শোওয়ার ঘরে কচ্ছপের মূর্তি রাখলে নিদ্রাহীনতার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।
৬) যে কোনও কচ্ছপের মূর্তি যদি সামান্য জলে রাখতে পারেন, তা হলে আরও ভাল ফল পাবেন।
৭) কচ্ছপের মূর্তি উত্তর দিকে মুখ করে স্থাপন করলে শুভ ফল প্রাপ্ত হয়।
বাস্তু শাস্ত্রের এই নিয়ম মেনে চললে সংসারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসবে।