অবশেষে বর্ধমানের সেন্ট পলস অ্যাকাডেমির সচিব বিজয় গুপ্তের বিরুদ্ধে মামলা রুজু করল শক্তিগড় থানার পুলিস। জামিন অযোগ্য ধারার এই মামলায় অভিযুক্ত করা হয়েছে প্রাক্তন টিচার্স কো-অর্ডিনেটর তন্নু চৌধুরীকেও। এই তন্নুর সঙ্গেই বিজয়ের আপত্তিজনক সম্পর্ক ও একাধিক অভিযোগের জেরেই বিরক্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীরা আন্দোলনে নামেন। তাদেরই ঠান্ডা করতে বিজয় ও তন্নু একাধিক মামলায় তাদের অভিযুক্ত করেছে।
বিজয় ও তন্নুর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ (শ্লীলতাহানি), ৩৪১ (ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগ করে আটকে রাখা), ৩২৩ (আঘাত), ৫০৬ (গালিগালাজ, হুমকি), ৫০৯ (উপর্যপুরি হুমকি) ও ৩৪ (একাধিক ব্যক্তি মিলে অসৎ উদ্দেশে অপরাধ সংগঠিত করা) ধারায় পুলিশ মামলা রুজু করেছে। জামিন অযোগ্য এই ধারায় পুলিশ তদন্তে নেমেছে।
এদিকে সূত্রে খবর, রীতার এই অভিযোগের তদন্ত ঠেকাতে পাল্টা তন্নু স্কুলেরই চেয়ারম্যান, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের মতো অভিযোগ এনে আইনি জালে বাঁধতে তৎপর হয়েছেন। বিভিন্ন মহলে তাদেরই দাবি, শক্তিগড় থাকার সঙ্গে তাঁদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে সকলকে ব্যতিব্যস্ত করতে চান তাঁরা।
রীতা মজুমদার নামে ওই মহিলার অভিযোগ, স্কুলে বেশ কিছু দিন ধরেই স্কুলের সচিব বিজয় গুপ্তের (Bijay Gupta) সঙ্গে টিচার্স কো-অর্ডিনেটর তন্নু চৌধুরীর অসামাজিক ও অনৈতিক কীর্তিকলাপ চলছে। তাঁদের তাণ্ডবে সকলের প্রাণ ওষ্ঠাগত। এরই মাঝে সচিব আচমকাই তাঁর উপর হামলা চানা, শ্লীলতাহানি করেন। প্রাণে মারতে গলা টিপে ধরেন। এটা সকলের সামনেই হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকরেরা কোনও রকমে সচিবকে সরিয়ে নিয়ে গিয়ে প্রাণে বাঁচান। এরপর থেকেই লাগাতার কাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি চলছে। এমনকী এদিন বিকালে তাঁকে একা পেয়ে সচিব ফের গালিগালাজ করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই স্কুলের সচিব বিজয় গুপ্তা ও তাঁর ঘনিষ্ঠ প্রাক্তন কো-অর্ডিনেটরে তন্নু চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন স্কুলেরই শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা। তাঁদের অভিযোগ, এই দুজনের লাগাতার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্কুলের পঠন পাঠন। অবিভাবকেরা স্কুলে গিয়ে প্রতিবাদে সামিল হচ্ছেন। স্কুলের মর্নিং সেকসনের দায়িত্বে তাঁরা ছিলেন। একপ্রকার মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা একযোগে জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দেন। কিন্তু সেগুলির বিচার এখনও অধরা।
একদিকে বিজয় ও তন্নু। অপরদিকে স্কুলের চেয়ারম্যান, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। তন্নুর একাধিক কার্যকলাপে স্কুলের বেহাল দশা ফেরাতে উদ্যোগীদের ঠেকাতে তৎপর বিজয় অ্যান্ড কোং। লাগাতার নানা অভিযোগ তুলে মামলা ও কর্মীদের বেতনের চেকে সই না করে বিজয় তাদের টাইট দিতে সক্রিয়।
এরই মাঝে বিপাকে পড়ে রয়েছেন প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী ও তাদের অবিভাবকেরা।
