লক্ষ্মী বিনা আমাদের জীবন এক মুহুর্ত চলে না। আমরা নিত্যদিন এমন অনেক ভুল করে থাকি, যে কারণে আমাদের বাস্তুত্রুটির সৃষ্টি হয় বাড়িতে। এতে আমাদের অর্থহানি পর্যন্ত হতে পারে। এমনকি অনেকে অর্থ উপার্জন করেও ধনী হতেই পারেন না। তবে চানক্যের এই কথাগুলি আপনারা যদি মেনে চলেন, তাহলে আপনারা দ্রুতই ধনী হয়ে উঠবেন। এমনকি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
- সততার সঙ্গে টাকা উপার্জন করুন
ধনী হতে সর্বদাই সততার সঙ্গে টাকা উপার্জন করা দরকার। সৎ পথে থেকে টাকা উপার্জন করুন। তাহলে সেই টাকা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন। যদি আপনি অসৎ পথে টাকা উপার্জন করেন, সেই টাকা- পয়সা কখনোই ধরে রাখতে পারবেন না। সেই সঙ্গে আপনার লক্ষ্যকে স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চাইছেন সেখানে পৌঁছাতে পারবেন।
- নিজের কাছেই টাকা রাখুন
চাণক্যের মতে, আপনি অর্থ, সম্পদ যাই উপার্জন করুন না কেন, তা আপনার নিজের কাছেই থাকা উচিত। অন্যের দখলে কখনোই টাকা-পয়সা রাখবেন না। তাহলে সেই পয়সা আপনি কিছুতেই হাতে রাখতে পারবেন না। এতে আপনার ভবিষ্যতে অনুশোচনার শেষ থাকবে না। জীবনে সমৃদ্ধি অর্জনের জন্য একজন ব্যক্তির বাড়ি করা খুব দরকার।
- সঠিক পথে অর্থ উপার্জন করুন
চাণক্যের মতে, অর্থ উপার্জন করলে তা সঠিক খাতে ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয় কোনও কাজে অর্থ একদমই ব্যবহার করবেন না। তাহলে ভবিষ্যতে আপনার আফসোসের শেষ থাকবে না। এতে আপনি কিন্তু ক্রমশই দারিদ্র হতে থাকবেন। এমনকি মা লক্ষ্মী হতে রেগে যান। আপনার হাতে কোনও ভাবেই অর্থ থাকবে না। এমনকি আপনি যদি প্রচুর অর্থ উপার্জন করেন, তা সারা জীবন ধরে রাখতে পারবেন না অর্থাৎ আপনার জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকবে আপনার জীবনে।