বৈশাখ মাস অত্যন্ত বিশেষ একটি মাস। এই মাসে যদি আপনি দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে জীবনে সফলতা লেগেই থাকবে। বৈশাখ মাসে এমন অনেক জিনিস রয়েছে সেগুলি দান করলে বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন। বৈশাখ মাস অত্যন্ত শ্রেষ্ঠ মাস। এই মাসের দান করলে ও ধ্যান করলে ও সূর্যোদয়ের আগে যদি নদীতে স্নান করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে। আপনি কোনও কাজেই পিছিয়ে যাবেন না।
- জল –
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বৈশাখ মাসে জল দান করুন। এতে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। তাছাড়াও আপনি যদি কোনও তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করেন, তাহলে সূর্যদেবের বিশেষ কৃপাও পাবেন। - ছাতু –
বৈশাখ মাসের ছাতু দান করা অত্যন্ত শুভ। এই ছাতু দান করলে আপনার শরীর সুস্থ থাকবে। জীবনে সুখ, সমৃদ্ধি বাড়বে, আপনি সুখে থাকতে পারবেন। - বস্ত্র –
বৈশাখ মাসে বস্ত্র দান করা খুব শুভ। এতে পাপের ক্ষয় হয়। মানসিকভাবে ভালো থাকতে পারবেন। যদি পারেন দারিদ্র, অভাবী ব্যক্তিদের পোশাক দান করুন। আর এই সময় কালো পোশাক একদমই দান করবেন না। যা আপনার জন্য অশুভ হবে। যদি দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে আপনার উপর বিষ্ণুদেবের বিশেষ কৃপা থাকবে ও সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন। - ছাতা –
এই বৈশাখ মাস যেহেতু গরমকাল। তাই এই সময়ে ছাতা বা জুতো দান করা অত্যন্ত শুভ। এতে আপনি দীর্ঘায়ু হবেন। চাকরি থেকে ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। রাহু ও কেতুর বিশেষ আশীর্বাদ পাবেন। এতে আপনার আর্থিকদিকেও লাভ হবে। ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।