www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 8:10 am

এটাই হয়তো ভারতবর্ষ। ধর্মের বেড়াজলের বাইরে এসে কিছুতেই বিজ্ঞান মনস্ক হতে পারছে না। দিল্লির বাঁকে বিহারি মন্দিরের ঘটনা। শ্রীকৃষ্ণের চরণামৃত পান করতে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমান মন্দিরে

এটাই হয়তো ভারতবর্ষ। ধর্মের বেড়াজলের বাইরে এসে কিছুতেই বিজ্ঞান মনস্ক হতে পারছে না। দিল্লির বাঁকে বিহারি মন্দিরের ঘটনা। শ্রীকৃষ্ণের চরণামৃত পান করতে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমান মন্দিরে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে একটি হাতির শুঁড়ের মতো অংশ। সেখান থেকে বিন্দু বিন্দু জল পড়ছে। সেখানেই গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছে ভক্তরা। কিন্তু ঘটনা হলো ওই জলের সঙ্গে দেবতার চরনামৃতের কোনো সম্পর্ক নেই। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অনেকেই ওই জল অনেকেই মাথায় ছুঁইয়ে খাচ্ছেন, অনেকে গ্লাসে করে সেই জল খেয়ে মনে মনে ভক্তিভরে প্রণাম সারছেন। 

ওই ভাইরাল ভিডিও সামনে আসতে সকলের চক্ষু চরকগাছ। এই ভিডিও এক্স সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এক ভক্ত। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষের অবিলম্বে শিক্ষিত হওয়া খুব প্রয়োজন। মানুষ মন্দিরে গিয়ে এসি থেকে নির্গত জল পান করছেন। তাঁরা ভেবেই নিচ্ছেন এটিকে চরণামৃত।’ এই জল শ্রীকৃষ্ণের চরণামৃত নয় বরং এসি থেকে নির্গত জল, এমনটাই দাবি করেছেন যিনি এই ভিডিওটি করেছেন। তিনি ভক্তদের উদ্দেশে বলেছেন, ‘এই জল ঠাকুরের পায়ের চরণামৃত নয়। বরং এসির থেকে নির্গত জল। এই মন্দিরের পূজারীরা এই বিষয়টি নিশ্চিত করেছেন।’ ভেবে দেখুন, মানুষের চিন্তা, চেতনা ও বিজ্ঞান মনস্ক মন কথায় হারিয়ে গেছে!

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *