www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2025 4:24 am

কথায় বলে 'সর্ষের মধ্যে ভূত', আর এখানে আসলে জলের মধ্যে ভূত। ব্যাপারটা পরিষ্কার করা দরকার।

কথায় বলে ‘সর্ষের মধ্যে ভূত’, আর এখানে আসলে জলের মধ্যে ভূত। ব্যাপারটা পরিষ্কার করা দরকার। মহারাষ্ট্রের বুলধানা জেলার ওই তিন গ্রামের অধিবাসীদের বাবরি চুল হুড়মুড় করে পড়ে যাচ্ছে। টাক পড়ে যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো, মহিলা থাকে পুরুষ সকলের! হঠাৎ কী এমন ঘটল? ইতিমধ্যে আসরে নেমেছে প্রশাসন। চলেছে গবেষণা। স্থানীয়রা বলছেন, গত কিছুদিন ধরেই আতঙ্কের অবস্থা চলছে। ছেলে হোক বা মেয়ে, এক সপ্তাহের মধ্যে টাকা পড়ে যাচ্ছে! চুলে হালকা টান পড়লেই গোছা গোছা চুল উঠে আসছে হাতে, মাথার মাঝে চুল পড়ে ফাঁকা স্টেডিয়াম! 

সেলুন ব্যবসায়ীদের মাথায় হাত। এমন কাণ্ডের ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমেও। স্বভাবতই স্থানীয়দের ঘুম ছুটেছে। এই অবস্থায় জেলা স্বাস্থ্য আধিকারিকরা তিনটি গ্রামে এসে খোঁজ খবর করেন। স্বাস্থ্য আধিকারিকরা জানান, বোরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনার অন্তত ৫০ জন চুল পড়ার সমস্যায় ভুগছেন। রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় জলের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা। তবে চিকিৎসকদের ধারণা জলের মধ্যে এমন কোনো মৌল মিশছে, যারা জন্য এভাবে সব চুল পরে যাচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *