সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে বহু মঠ-মন্দির। তারমধ্যে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের চাড়ালখালি হরি মেলা প্রায় ২০০ বছরের প্রাচীন। ভৌগোলিক অবস্থান দিক দিয়ে কালিন্দী নদীর তীরে চাড়ালখালী হরিমেলার একদিকে সুন্দরবন অপরদিকে সীমান্ত। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের চাড়ালখালি হরি মেলায় প্রতিবছর মাঘী পূর্ণিমা তিথিতে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায়। এই হরি মন্দির পুজো দেওয়াকে কেন্দ্র করে চাড়ালখালি মেলা ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীর তীরে সাহেবখালীর চাড়ালখালিতে এই মেলায় প্রত্যন্ত সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষের একটি মিলনক্ষেত্র এই মেলা।
কথিত আছে, প্রায় ২০০ বছর আগে ১৮৩২ সালে এই স্বাধীনতার আগে অবিভক্ত বাংলায় নকিপুরের জমিদার হরিনারায়ণ চৌধুরি কালিন্দী নদীর চরে ঘন জঙ্গল বাদাবন লিজ নেয়। সেখানেই কৈলাশ মৃধার বাড়ির সামনে ধানের গোলায় পাশেই শ্রী হরির আবির্ভাব হয় এ বছরের বিশেষ দিনে সেখানে উজ্জ্বল আল জ্বলত। সেই থেকেই শুরু হয় বছরের মাঘী পূর্ণিমা তিথিতে সুন্দরবনের কালিন্দী নদীতে মেলা। বিভিন্ন এলাকা থেকে ভক্তরা হরির বিগ্রহ নিয়ে এই মেলায় উপস্থিত হন৷ বেশ কয়েকদিনব্যাপী মেলাকে কেন্দ্র করে সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।