সোমবার বিকেলে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ মে, বুধবার বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা হবে। সংসদের অফিস বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। এর পর দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখা যাবে। একই সঙ্গে রেজাল্ট ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষকরা তা তুলে দেবেন ছাত্র ছাত্রীদের হাতে।রেজাল্ট দেখতে পারবেন https://resuh.wb.gov.in লিঙ্কে ক্লিক করে। দেখা যাবে https://results.digilocker.gov.in/ ক্লিক করেও। www.results.shiksha ও https://www.results.shiksha/ ক্লিক করলেও দেখা যাবে রেজাল্ট।
চলতি বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। প্রায় দেড় মাসের মাথায় ফল ঘোষণা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার আগে ২ মে চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সকাল ৯টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করবে মধ্যশিক্ষা পর্ষদ। এর পর ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইট ও অ্যাপে মাধ্যমিকের রেজ়াল্ট দেখা যাবে। সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।