আগামী ৩০ এপ্রিল অক্ষয়তৃতীয়া। অক্ষয়তৃতীয়া হিন্দুদের কাছে খুবই পবিত্র তিথি। সকলের বিশ্বাস এ দিন কোনও ভালো কাজ করলে পূণ্য লাভ হয়। হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ার মতো শুভ ও পবিত্র দিন আর দুটো নেই। এই দিনে যে নতুন কাজে হাত দেওয়া হয়, তাতে সাফল্য মেলে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে বেশ কিছু জিনিস কেনা একেবারেই উচিত নয়। যেমন –
- অ্যালুমিনিয়ামের জিনিসপত্র – অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অ্যালুমিনিয়ামের জিনিস কেনা ভালো নয় বলা হয়। এটিকে আসলে অশুদ্ধ ধাতু বলা হয়। তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অ্যালুমিনিয়ামের জিনিস এদিন বাড়িতে আনলে সুখ-সমৃদ্ধি নষ্ট হয়।
- কাঁচের জিনিসপত্র – অনেকে অক্ষয় তৃতীয়ার দিন শো-পিস কেনেন। কাঁচের জিনিসপত্র এ দিন ঘরে আনা উচিত নয়। কারণ কাঁচ রাহুর সঙ্গে যুক্ত। মানসিক চাপের কারণ হতে পারে।
- লোহার জিনিসপত্র – লোহা শনির ধাতু। অক্ষয় তৃতীয়ার দিন লোহার জিনিসপত্র তাই ভুলেও কিনবেন না। বলা হয় এই দিনে লোহার জিনিস কেনা হলে কোনও দুর্ঘটনার কারণ হতে পারে।
- একবার ব্যবহার করার মতো জিনিসপত্র কিনবেন না – বর্তমানে বাজারে এমন নানা জিনিস পাওয়া যায়, যা একবার ব্যবহার করার পর আর কোনও কাজে লাগে না। সেগুলো ফেলে দিতে হয়। পুনর্ব্যবহারযোগ্য নয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন এই ধরনের জিনিস কেনা ভালো নয় বলে মনে করা হয়।